বিশ্বে ১১০ কোটি মানুষ চরম দারিদ্র্যে বসবাস করছে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:২৬, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বিশ্বে ১১০ কোটি মানুষ চরম দারিদ্র্যে বসবাস করছে

editorbd
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৪
বিশ্বে ১১০ কোটি মানুষ চরম দারিদ্র্যে বসবাস করছে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বজুড়ে ১১০ কোটি মানুষ চরম দারিদ্র্যে জীবনযাপন করছে, যাদের প্রায় অর্ধেকই সংঘাতপূর্ণ দেশগুলোতে বসবাস করছে। জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশিত মাল্টিডাইমেনশনাল পভার্টি ইনডেক্স অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে দারিদ্র্যের স্তর অন্যান্য দেশগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এসব দেশে পুষ্টি, বিদ্যুৎ, পানি ও পয়ঃনিষ্কাশনের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য দেখা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

১১২টি দেশ ও ৬৩০ কোটি মানুষের ওপর পরিচালিত গবেষণায় দেখা গেছে, ১১০ কোটি মানুষ চরম দারিদ্র্যে বসবাস করছে, যাদের মধ্যে ৪৫ কোটি ৫ লাখ মানুষ সংঘাতের ছায়ার মধ্যে রয়েছে।

ইউএনডিপির আছিম স্টেইনার বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সংঘাতগুলো আরও তীব্র ও বহুমুখী হয়েছে, মৃত্যুর সংখ্যা নতুন উচ্চতায় পৌঁছেছে, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং জীবনযাত্রা ও জীবিকার ক্ষেত্রে ব্যাপক ব্যাঘাত ঘটেছে।

সূচকে দেখা গেছে, প্রায় ৫৮ কোটি ৪ লাখ শিশু চরম দারিদ্র্যে রয়েছে। বিশ্বব্যাপী শিশুদের মধ্যে এই হার ২৭ দশমিক ৯ শতাংশ। এর তুলনায় প্রাপ্তবয়স্কদের মধ্যে এই হার ১৩ দশমিক ৫ শতাংশ। সংঘাতপূর্ণ অঞ্চলে শিশুমৃত্যুর হার ৮ শতাংশ, যেখানে শান্তিপূর্ণ দেশগুলোতে এই হার ১ দশমিক ১ শতাংশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।