অর্থনীতির চ্যালেঞ্জগুলো দুর করতে হবে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:৩৫, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

অর্থনীতির চ্যালেঞ্জগুলো দুর করতে হবে

editorbd
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৪
অর্থনীতির চ্যালেঞ্জগুলো দুর করতে হবে

সম্পাদকীয়:

বাংলাদেশের অর্থনীতিতে এ মুহূর্তে রাজনৈতিক অনিশ্চয়তাসহ চারটি প্রধান চ্যালেঞ্জ আছে বলে মনে করছে বিশ্ববাংক। এর মধ্যে উচ্চ মূল্যস্ফীতি, আন্তর্জাতিক চাপ এবং আর্থিক খাতের দুর্বলতা অন্যতম। এসব কারণে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না। চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) কমে দাঁড়াতে পারে ৪ শতাংশে। তবে ২০২৫-২৬ অর্থবছরে সেটি বেড়ে দাঁড়াতে পারে ৫ দশমিক ৫ শতাংশে। আর্থিক খাতে অনিশ্চয়তা, বিনিয়োগ ও শিল্পে দুর্বল প্রবৃদ্ধি এবং সাম্প্রতিক বন্যার ফলে কৃষিতে মাঝারি মানের প্রবৃদ্ধি হবে।

এসবের নেতিবাচক প্রভাব পড়বে জিডিপি প্রবৃদ্ধির ক্ষেত্রে। মঙ্গলবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। সংবাদ সম্মেলনে অনলাইনে ওয়াশিংটন থেকে বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের প্রবৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টিতে খুব বেশি ভূমিকা রাখতে পারেনি। অথচ প্রতিবছর উল্লেখযোগ্যসংখ্যক তরুণ কর্মবাজারে প্রবেশ করছেন। তিনি আরও বলেছেন, উচ্চ মূল্যস্ফীতিও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। নানা উদ্যোগ নিয়েও এটি কমানো যাচ্ছে না।

সংস্থাটি বলেছে, বাংলাদেশে প্রাতিষ্ঠানিক খাতে কর্মসংস্থান সৃষ্টির চ্যালেঞ্জ রয়েছে। দেশে এখনো ৮৪ দশমিক ৯ শতাংশ কর্মসংস্থান হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতে। এদিকে সুদের হার বেড়ে যাওয়ায় বেসরকারি খাতে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান কমেছে। দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে হলে অর্থনীতিকে গতিশীল করে এখন বিনিয়োগ বাড়ানোর সুযোগ সৃষ্টি করতে হবে এবং কর্মসংস্থান বাড়ানোর পদক্ষেপও নিতে হবে। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। এ অবস্থায় বেসরকারি খাতের প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়ানোর পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে। গত কয়েক বছর ধরেই দেশের সামষ্টিক অর্থনীতি নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বস্তুত দেশের অর্থনীতিকে বহুদিন ধরে মূল্যস্ফীতি, ডলার সংকট, বিনিয়োগ ও রাজস্ব আয়-এসব সংকট মোকাবিলা করে সামনে এগোতে হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।