সাউথ এশিয়া ডেস্ক:
মণিপুরের একটি থানায় হামলা চালিয়েছে সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা। জিরিবাম জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বোরোবেকরা থানায় রবিবার ভোর সাড়ে ৫টার দিকে গুলি চালাতে শুরু করে হামলাকারীরা। বোরোবেকরা মহকুমার পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।
শুক্রবার ‘হমার ভিলেজ ভলান্টিয়ার্স’ শিরোনামের একটি বিবৃতিতে পুলিশ এবং আধাসামরিক বাহিনীকে ‘সূর্যাস্তের আগে’ জিরিবামের একটি এলাকা ছেড়ে যাওয়ার বা যে কোনও ঘটনার দায় নেওয়ার হুমকি দেওয়া হয়।
এর পর, শনিবার ভোর থেকে বিভিন্ন এলাকায় মেইতি ও কুকিদের মধ্যে দফায় দফায় গোলাগুলি চলে।
সূত্র জানিয়েছে, থানার দেয়াল ও দরজায় বুলেটের ছিদ্র দেখা গেছে। একটানা গোলাগুলির শব্দও শোনা যাচ্ছিল। হামলার পরপরই নিরাপত্তা বাহিনী চিরুনি অভিযান শুরু করেছে।
থানায় হামলা করা ছাড়াও সেখানকার একটি বাড়িতে আগুন দেওয়াসহ বোমা হামলার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।