ইমানী দুর্বলতা কাটবে যেসব আমলে – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৩৭, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ইমানী দুর্বলতা কাটবে যেসব আমলে

editorbd
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৪
ইমানী দুর্বলতা কাটবে যেসব আমলে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual6 Ad Code

ইমান হলো বান্দা ও আল্লাহর মধ্যকার ব্যাপার। তাই ইমানী দুর্বলতা কাটাতে নিজ গরজেই এগোতে হবে। অন্য কেউ মুখে তুলে খাইয়ে দিবে না।

এক. আমরা আপনাকে বেশি পরিমাণে কুরআন তেলাওয়াত করার ও শোনার পরামর্শ দিচ্ছি। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, আর যখন তাদের সামনে পাঠ করা হয় কালাম, তখন তাদের ঈমান বেড়ে যায়। (সূরা আনফাল ২)

দুই. অনুরূপভাবে আমরা আপনাকে বুঝে বুঝে নবীদের কাহিনী, সাহাবায়ে কেরামের জীবনী পড়ার পরামর্শ দিচ্ছি। কেননা, নবী সা. ও তার সাহাবায়ে কেরামের অন্তরকে প্রশান্ত করার জন্য আল্লাহ তাআলা কুরআনে নবীদের কাহিনীগুলো উল্লেখ করেছেন। আর তিনি সাহাবায়ে কেরামের ইমানকে আমাদের ইমানের জন্য আদর্শ বানিয়েছেন।

Manual3 Ad Code

এ মর্মে আল্লাহ তাআলা বলেন, অন্যান্যরা যেভাবে ইমান এনেছে তোমরাও সেভাবে ইমান আন…। (সূরা বাকারা ১৩)

Manual1 Ad Code

এর তাফসিরে আব্দুল্লাহ ইবন আব্বাস রাযি. বলেন, মুহাম্মদ সা. -এর সাহাবারা যেভাবে ইমান এনেছে, তোমরাও সেভাবে ইমান আন…। (তাফসিরে তাবারী, সংশ্লিষ্ট আয়াত)

তিন. অধিকহারে আল্লাহর জিকির করুন। কেননা, দুর্বল ইমানের সুস্থতার জন্য জিকির খুবই উপকারী। আল্লাহর জিকির অন্তরে ইমানের বীজ বপন করে। মুমিনের অন্তর জিকিরের মাধ্যমে প্রশান্ত হয়।

আল্লাহ তাআলা বলেন, যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে; জেনে রাখ, আল্লাহর জিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়। (সূরা রা’দ ২৮)

চার. ইসলামের সৌন্দর্য সৌহার্দ্য ও সম্প্র্রীতি সম্পর্কে জানুন। কেননা, ইসলামের সৌন্দর্য ও বৈশিষ্ট্য যুগে যুগে মানুষকে মুগ্ধ করেছে এবং ইমানের প্রতি ধাবিত করেছে।

Manual1 Ad Code

আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের অন্তরে ইমানের মহব্বত সৃষ্টি করে দিয়েছেন এবং তা হৃদয়গ্রাহী করে দিয়েছেন। পক্ষান্তরে কুফর, পাপাচার ও নাফরমানীর প্রতি ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন। তারাই সৎপথ অবলম্বনকারী। (সূরা হুজুরাত ৭)

পাঁচ. প্রকৃতিতে আল্লাহর নিদর্শনগুলো নিয়ে চিন্তাভাবনা করুন। আকাশে মেঘ দেখলে আরবরা খুশি হতো। কিন্তু রাসূলুল্লাহ সা. -এর চেহারা মলিন হয়ে যেতো আজাবের ভয়ে। কারণ সামূদ জাতি আজাব বহনকারী মেঘ দেখে রহমতের বৃষ্টি ভেবে ফূর্তিতে মেতে ছিলো। (মুসলিম, ৮৯৯)

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code