ইন্টারন্যাশনাল ডেস্ক:
লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দফতর ও ভূগর্ভস্থ অস্ত্র স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। রবিবার (২০ অক্টোবর) এমন দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আল-আরাবিয়া এই খবর জানিয়েছে।
সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, আজ সকালে (রবিবার) ইসরায়েলি বিমান বাহিনী (আইএএফ) হিজবুল্লাহর গোয়েন্দা সদর দফতরের একটি কমান্ড সেন্টার ও বৈরুতে একটি ভূগর্ভস্থ অস্ত্রের স্থাপনায় হামলা চালিয়েছে।’
লেবাননের রাষ্ট্রীয় মিডিয়া রবিবার সকালে জানায়, হিজবুল্লাহর দক্ষিণ বৈরুতের শক্ত ঘাঁটি দাহিয়েহ-এর হারেত হরিকে একাধিক ও হাদাতে একটি ইসরায়েলি হামলা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমান তিন হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করেছে। নিহতদের মধ্যে গোষ্ঠীটির দক্ষিণ কমান্ডের একজন সিনিয়র ব্যক্তিত্ব আল হাজ আব্বাস সালামেহ, যোগাযোগ বিশেষজ্ঞ রেদা আব্বাস আওয়াদা এবং আহমাদ আলী হুসেন, যাকে আইডিএফ কৌশলগত অস্ত্র উন্নয়নের জন্য দায়ী করেছে। তবে ইসরায়েলের এমন দাবি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি হিজবুল্লাহ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।