পর্যবেক্ষণ দলকে বেআইনি বলেছে উত্তর কোরিয়া - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:১০, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

পর্যবেক্ষণ দলকে বেআইনি বলেছে উত্তর কোরিয়া

editorbd
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৪
পর্যবেক্ষণ দলকে বেআইনি বলেছে উত্তর কোরিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক:

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই বলেছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন যে বহুজাতিক নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ দল গঠন করা হয়েছে, তা ‘সম্পূর্ণ বেআইনি ও অবৈধ’। রবিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম-কেসিএন জানিয়েছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে অপপ্রচারে জড়িত শক্তিগুলোকে এর জন্য চরম মূল্য দিতে হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার যুক্তরাষ্ট্র,দক্ষিণ কোরিয়া এবং জাপান উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করার বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য নতুন একটি বহুজাতিক দল চালু করার ঘোষণা দেয়।

চো এই দলটির সমালোচনা করে বলেন, এটি ওয়াশিংটনের আন্তর্জাতিক শৃঙ্খলাকে উপেক্ষা করার একটি উদাহরণ এবং উত্তর কোরিয়ার সার্বভৌমত্বের সবচেয়ে বড় লঙ্ঘন।

নতুন এই দলটি গঠন করা হয়েছিল মার্চে; রাশিয়া যখন জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলের বার্ষিক নবায়ন প্রত্যাখ্যান করেছিল। উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র চীন ভোট দেওয়া থেকে বিরত ছিল।

ওই প্যানেলটি গত ১৫ বছর ধরে উত্তর কোরিয়ার পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সীমিত করার লক্ষ্যে আরোপিত নিষেধাজ্ঞাগুলোর বাস্তবায়ন পর্যবেক্ষণ করেছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।