উর্দু ভাষায় তুফান – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৫৭, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

উর্দু ভাষায় তুফান

editorbd
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৪
উর্দু ভাষায় তুফান

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual7 Ad Code

দেশ-বিদেশে ‘তুফান’ তাণ্ডব ভালোই চলছিলো, যদিও সেটি মাঝপথে থমকে গেছে জুলাই বিপ্লবের কারণে। এরপর শাকিব খান ও রায়হান রাফীর নতুন নতুন অনেক সিনেমার খবর প্রকাশ্যে এলেও ‘তুফান’র রেশ যেন রয়ে গেল এখনও।

Manual1 Ad Code

তারই সূত্র ধরে ছবিটি এবার মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানে। যেখানে বাংলাদেশের সিনেমা মুক্তির খবর সচরাচর মেলে না।

সংশ্লিষ্টরা জানালেন, ইতিমধ্যে শুরু হয়েছে ছবিটির উর্দু ভাষায় ডাবিং। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই।

এর আগে বাংলাদেশের পাশাপাশি ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ডসহ আরও কয়েক দেশে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এরই ধারাবাহিকতায় আগামী ১ নভেম্বর এটি পাকিস্তানে মুক্তি পেতে যাচ্ছে। জানান নির্মাতা রায়হান রাফী।

Manual8 Ad Code

নির্মাতা বলেন, ‘আমি নিজেই জানতাম না ব্যাপারটা। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুনলাম শাকিব ভাই নিজেই পাকিস্তানের পরিবেশকদের সঙ্গে কথা বলে সেখানে মুক্তির ব্যবস্থা করেছেন। তারাও আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টি আমাদের জন্য বেশ ইন্টারেস্টিং হবে বলে মনে হচ্ছে।’

Manual2 Ad Code

এদিকে পাকিস্তানি গণমাধ্যম সূত্রে জানা গেছে, এরইমধ্যে ‘তুফান’ পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সেন্সর থেকে ছাড়পত্র পেয়েছে। দেশটিতে এটি আমদানি করছে এভারেডি পিকচার্স।

প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই সূত্র জানিয়েছে, ঈদুল আজহায় মুক্তির পর বিশ্বজুড়ে সিনেমাটি ৫৬ কোটি টাকার ব্যবসা করেছে, যা এখন পর্যন্ত ঢালিউডে সর্বোচ্চ ব্যবসার রেকর্ড। এর আগে শাকিবের ‘প্রিয়তমা’ ৪২ কোটি টাকার ব্যবসার করেছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code