২০০ রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৫১, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

২০০ রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ

editorbd
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৪
২০০ রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:

১০৬ রানে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়ে যায়। তারপর ১০৮ রানে দক্ষিণ আফ্রিকার ছয় উইকেট তুলে নিয়ে আশার আলো দেখতে থাকে তারা। ৬ উইকেটে ১৪০ রানে দ্বিতীয় দিন খেলতে নামে প্রোটিয়ারা। বাংলাদেশ চেয়েছিল দ্রুত তাদের অলআউট করতে। কিন্তু কাইল ভেরিয়েন্নের সেঞ্চুরিতে তাদের স্কোর তিনশ ছাড়িয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১০১ রানে দিন শেষ করেছে বাংলাদেশ। তিন দিনেই হারের চোখ রাঙানি দেখছে তারা। কিন্তু হাসান মাহমুদ স্বপ্ন দেখাচ্ছেন জেতার!

উইয়ান মুল্ডারের সঙ্গে ভেরিয়েন্নের ১১৯ রানের জুটি ভেঙে দিয়ে দিনের প্রথম উইকেট নেন হাসান। মুল্ডারের পর টানা দ্বিতীয় বলে কেশব মহারাজকে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন তিনি। তবে হয়নি। অন্য প্রান্ত থেকে ভেরিয়েন্নের দুর্দান্ত ইনিংসে দক্ষিণ আফ্রিকা থামে ৩০৮ রানে।

এরপর বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে কাগিসো রাবাদার জোড়া আঘাতে বড় ধাক্কা খায়। নাজমুল হোসেন শান্ত (২৩) ছোট প্রতিরোধ গড়ে ফিরে যান। তারপর মুশফিকুর রহিম ও মাহমুদুল হাসান জয়ের ৪২ রানের অবিচ্ছিন্ন জুটিতে প্রোটিয়াদের সঙ্গে ব্যবধান কমাতে থাকে। এখনও ১০১ রানে পিছিয়ে বাংলাদেশ।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে হাসান জানালেন, বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে ২০০ রানের টার্গের দিতে চায়। এজন্য দ্বিতীয় ইনিংসে করতে হবে চারশ রান। সেটা সম্ভব বলে মনে করছেন এই পেসার।

হাসান বললেন, ‘আমার মনে হয় ২০০ রানের বেশি লক্ষ্য দিলে অবশ্যই আমরা পারবো ইনশাআল্লাহ।’ এজন্য চারশ রান করতে হবে মনে করিয়ে দিতেই তার কথা, ‘কাল তিন সেশন ব্যাটিং করলে চারশ রানের কাছে যাওয়া সম্ভব।’

এজন্য জয় ও মুশফিকের ওপর ভরসা দলের। হাসান বললেন, ‘জয় ও মুশফিক ভাই অনেক ভালো একটা সময় পার করছেন। কালকে ইনশাআল্লাহ চেষ্টা থাকবে যত লম্বা সময় ব্যাট করতে পারে, জুটিটা যত বড় করতে পারে, পরের ব্যাটারদেরও একই ইন্টেনশন নিয়ে ব্যাট করা উচিত, যে আমরা কত বড় পার্টনারশিপ করতে পারবো।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।