সাউথ এশিয়া ডেস্ক:
ভারত ও চীন তাদের বিতর্কিত হিমালয় সীমান্তে চার বছর ধরে চলমান সামরিক অচলাবস্থা সমাধানের লক্ষ্যে একটি টহল চুক্তিতে পৌঁছেছে। সোমবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এ তথ্য জানিয়েছেন। এই চুক্তিকে দুই দেশের রাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক স্বাভাবিক করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এই ঘোষণা এমন সময়ে এসেছে যখন ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া সফরে যাচ্ছেন। ২২-২৪ অক্টোবর রাশিয়ার কাজানে এই আঞ্চলিক গোষ্ঠীর শীর্ষ সম্মেলন চলাকালে মোদির সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হতে পারে বলে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন।
পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও চীন সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কয়েক দফা কূটনৈতিক ও সামরিক পর্যায়ে আলোচনার মাধ্যমে এই চুক্তিতে পৌঁছেছে। পররাষ্ট্র সচিব মিশ্রি জানান, আলোচনা থেকে ভারত-চীন সীমান্ত অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর টহল সংক্রান্ত চুক্তি সম্পাদিত হয়েছে।
মিশ্রি জানান, এই চুক্তির মাধ্যমে উভয় দেশের সেনাদের বিতর্কিত পার্বত্য অঞ্চলে অবস্থান থেকে পিছিয়ে যাওয়ার পথ সুগম হতে পারে এবং ২০২০ সালে সৃষ্ট সমস্যা সমাধানের সম্ভাবনা রয়েছে। তবে বেইজিং তাৎক্ষণিকভাবে মিশ্রির মন্তব্যের প্রতিক্রিয়া জানায়নি।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।