সাউথ এশিয়া ডেস্ক:
পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে ভয়াবহ সাইক্লোন দানা। তৎপর রাজ্য প্রশাসন। সব থেকে বেশি তৎপরতা দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকাগুলিতে। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে মাইকিং। উপকূল সংলগ্ন এলাকায় থাকা মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
আবহাওয়া দফতর বলছে,স্থলভাগের সঙ্গে ক্রমেই কমছে দূরত্ব। শেষ আপডেট বলছে বর্তমানে স্থলভাগ থেকে প্রায় সাড়ে সাতশো কিলোমিটার দূরে রয়েছে সাইক্লোন দানা। রাত পোহালেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তাতেই ভয় বাড়ছে পশ্চিমবঙ্গে।
ঘূর্ণিঝড়ের কারণে আগামী তিন দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে কলকাতাতে। প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে সেই ঝড়।
এদিকে পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত দীঘায় হাজির হয়েছেন বহু পর্যটক। ঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল হতে পারে,সেই দৃশ্য দেখতেই এসেছেন অনেকে। পর্যটকরা যাতে কেউ সমুদ্রে না নামতে পারে, তার জন্য সতর্ক প্রশাসন। দড়ি দিয়ে আটকে রাখা হয়েছে সৈকত। সেই দড়ির একপাশ থেকেই সমুদ্র দেখতে পাবেন পর্যটকরা।
পূর্ব মেদিনীপুরের ২৫ টি ব্লকে সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষত নীচু এলাকায় বসবাসকারী মানুষজনকে সমুদ্রতট থেকে দূরে থাকতে বলা হয়েছে। কলকাতায় বুধ, বৃহস্পতিবার- এই ২ দিন অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওড়িশার পুরী ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝে সাইক্লোনের ল্যান্ড ফলের সম্ভাবনা রয়েছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।