কানাডা অফিস:
ব্রিটিশ কলম্বিয়ায় বসবাসরত কানাডার নাগরিক, খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করতে ভারতের ওপর কূটনৈতিক চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। কানাডার দাবি, শিখদের জন্য খালিস্তান নামে মাতৃভূমির দাবিতে চালিয়ে যাওয়া আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার সঙ্গে ভারত সরকারের এজেন্ট জড়িত।
সংসদে এক প্রশ্নের উত্তরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ভারতের সঙ্গে কোনো বিতণ্ডা সৃষ্টি হয়, তিনি এমন পরিবেশ তৈরি করতে চান না। কিন্তু ভারত কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। ট্রুডো বলেন, ‘ভারত সরকার কানাডার নিরাপত্তা ও সার্বভৌমত্বে আগ্রাসীভাবে হস্তক্ষেপ করতে পারবে, এমনটা ভেবে ভয়াবহ ভুল করেছে। কানাডীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের উত্তর দিতে হবে।’ তবে কানাডার সরকার প্রধানের এমন অভিযোগকে ‘অযৌক্তিক ও অসংগত’ বলে অভিহিত করেছে ভারত।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।