জয়ের বিশ্বাস নিয়ে এগোবে বাংলাদেশ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:৪৩, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

জয়ের বিশ্বাস নিয়ে এগোবে বাংলাদেশ

editorbd
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৪
জয়ের বিশ্বাস নিয়ে এগোবে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:

তৃতীয় দিন শেষে বাংলাদেশ এগিয়ে ৮১ রানে। হাতে রয়েছে তিনটি উইকেট। বিশেষজ্ঞ ব্যাটার বলতে আছেন কেবল মেহেদী হাসান মিরাজ। বাকি তিন বোলারকে নিয়ে কতদূরই বা যেতে পারবে বাংলাদেশ? দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ বিশ্বাস রেখে পরিস্থিতি মোকাবিলা করতে চান। বাংলাদেশের এই স্পিন কোচ জানিয়েছেন, অন্তত দুইশ রানের লক্ষ্য দিতে চান দক্ষিণ আফ্রিকাকে। সেক্ষেত্রে বাংলাদেশকে আরও ১১৯ রান করতে হবে।

বুধবার ( ২৩ অক্টোবর ) বৃষ্টি আর আলোরস্বল্পতার কারণে মাত্র ৪০ ওভার খেলা হয়েছে। আগামী দুই দিনেও প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে। যদি বৃষ্টি না হয়, তাহলে কি ম্যাচ বাঁচাতে পারবে বাংলাদেশ? হাতে তিন উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সামনে কত রানের টার্গেট ছুড়ে দেওয়া সম্ভব? সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন বেশ কয়েকবারই ঘুরে ফিরে এসেছে। প্রায় সব প্রশ্নের উত্তরই একইরকম দিয়েছেন পাকিস্তানি কোচ।

মুশতাক বলেছেন, ‘আমরা এখান থেকে যতটা পারি লিড নেওয়ার চেষ্টা করবো। আমার কথা হলো- আমরা যে কোনও পরিস্থিতিতে বিশ্বাস রাখতে চাই। অবশ্যই ২০০ রানের লিড নেওয়া সম্ভব বলে মনে করি।’

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ২৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে ওই বিপর্যয়ের পরও বাংলাদেশ স্কোরবোর্ডে শেষ পর্যন্ত তুলতে পারে ২৬২ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের অবস্থাও অনেকটা কাছাকাছিই। প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে শুরুর বিপর্যয় কাটিয়ে মিরাজ, জাকের আলী অনিকের দৃঢ়তায় জবাব দিচ্ছে বাংলাদেশ।

রাওয়ালপিন্ডি টেস্টের উদহারণ দিয়ে মুশতাক বলেছেন, ‘আমাদের বিশ্বাস রাখতে হবে। গত পাকিস্তান সিরিজে আমরা ২৬ রানে ৬ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়িয়েছিলাম। আমাদের জন্য এটা ইতিবাচক প্রেরণা। সবাই বিশ্বাস করতে শুরু করেছে, আমরা ম্যাচে আছি। এই পরিস্থিতিতে আমরা যেভাবে ঘুরে দাঁড়ালাম, এটা দারুণ ব্যাপার।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।