রাশিয়ায় ৩ হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:২৩, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

রাশিয়ায় ৩ হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া

editorbd
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৪
রাশিয়ায় ৩ হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া

Manual3 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক:

Manual7 Ad Code

ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করতে রাশিয়ায় ৩ হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। বুধবার জাতীয় গোয়েন্দা সংস্থার এক সংবাদ সম্মেলনের পর এ তথ্য জানান দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতারা। তাদের দাবি, এই সংখ্যাটি আগের চেয়ে প্রায় দ্বিগুণ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আইনপ্রণেতারা সাংবাদিকদের জানান, ডিসেম্বরের মধ্যে রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে উত্তর কোরিয়া। এর মধ্যে গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা জানায়, উত্তর কোরিয়া প্রায় ১৫০০ বিশেষ বাহিনী রাশিয়ায় জাহাজে করে পাঠিয়েছে।

ব্রিফিংয়ে পার্লামেন্টারি ইন্টেলিজেন্স কমিটির সদস্য পার্ক সান-ওয়ান বলেন, সেপ্টেম্বর এবং অক্টোবরে উত্তর কোরিয়ার ভেতরে সেনাদের প্রশিক্ষণের চিহ্ন দেখা গিয়েছিল।

Manual5 Ad Code

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও উত্তর কোরিয়াকে রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে অভিযুক্ত করেছেন। রাশিয়ার যুদ্ধে উত্তর কোরিয়ার জড়িত থাকার প্রমাণের প্রতিক্রিয়া জানাতে মঙ্গলবার মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code