নামাজ পড়াবেন শায়খ ড. মাহির - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১০:৩২, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

নামাজ পড়াবেন শায়খ ড. মাহির

editorbd
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৪
নামাজ পড়াবেন শায়খ ড. মাহির

ডেস্ক রিপোর্ট:

মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন সুপ্রসিদ্ধ ইসলামিক স্কলার শায়খ ড. মাহির বিন হামাদ বিন মুয়াক্বল আল মুয়াইকিলি।

শায়খ মাহির ১৯৬৯ সালের ৭ নভেম্বর মদিনা নগরীর আল ওয়াজাহ নামক এলাকায় জন্মগ্রহণ করেছেন। অবশ্য তার মা-বাবা লোহিত সাগর তীরে সৌদির ইয়ানবু শহর থেকে সেখানে বসবাস শুরু করেন। মদিনা নগরীতে শৈশব ও কৈশোরের এক বর্ণাঢ্য জীবন কাটিয়েছেন তিনি।

ধার্মিক পরিবারে বড় হওয়ায় ইসলামি অনুশাসনের পাশাপাশি ছোটবেলা থেকে পবিত্র কোরআন পাঠে অত্যধিক গুরুত্বারোপ করেন এবং খুব কম বয়সেই হেফজ শেষ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।