প্রস্তুত বাংলাদেশ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১২:৫৭, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

প্রস্তুত বাংলাদেশ

editorbd
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৪
প্রস্তুত বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:

নারী সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার জন্য প্রস্তুত বাংলাদেশ। গত আসরের সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে ফাইনালে খেলেছিল বাংলাদেশ। এবারও সেই ভুটানকেই শেষ চারে পেয়েছে তারা। আগামীকাল রবিবার পৌনে দুইটায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে হবে ম্যাচটি।

সেমিফাইনালে ওঠার পথে গ্রুপ পর্বে ভুটান রুখে দিয়েছে নেপালকে। এছাড়া মালদ্বীপের জালে ১৩ গোল দিয়েছে তারা। শ্রীলঙ্কাও পাত্তা পায়নি পাহাড়বেষ্টিত দেশটির কাছে।

তাই তো আরেকটি শিরোপার খোঁজে থাকা বাংলাদেশ বেশ সর্তক। তবে এর মাঝেও ভুটানকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার, ‘সাবিনা পরের ম্যাচ মিস করতে পারে। তবে শুধু সে না, যে কোনও ফুটবলারই মিস করতে পারে। আমার জায়গা থেকে বিষয়টা দেখবো। আমাকে বাস্তববাদী হতে হবে। আমার ‘এ’ ও ‘বি’ দুটি প্ল্যান রয়েছে। সে (সাবিনা) না খেললে মুনকি আক্তার, মনিকা, সাগরিকা খেলবে। আমার হাতে বিকল্পও আছে। আমরা জেতার জন্য মাঠে নামবো।’

ভুটানকে নিয়ে সতর্ক কোচ, ‘ভুটানকে ভয় পাওয়ার কিছু নেই। প্রতিপক্ষ শক্তিশালী থাকে, সেটা জানি। ওরা শক্তিশালী দল, সেটা ভেবেই খেলবো। তাদের গোলরক্ষক অনেক ভালো। ম্যান অব দ্য ম্যাচ হয়েছে। আমরা সেরা প্রস্তুতি নিয়েই নামবো।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।