ডেস্ক রিপোর্ট:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শেষ করে নেতৃত্ব ছাড়বেন নাজমুল হোসেন শান্ত। ইতোমধ্যে নেতৃত্ব ছাড়তে বিসিবির কাছে চিঠিও দিয়েছেন তিনি। তবে এর কোনও কিছুই জানেন না বিসিবির নতুন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম! শান্তর খারাপ সময়ে তার পাশে সকলকে থাকা উচিত ছিল মনে করেন তিনি।
চট্টগ্রামে আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্ট। এই টেস্টই হতে যাচ্ছে শান্তর নেতৃত্বে শেষ ম্যাচ। তার এমন সিদ্ধান্ত নিয়ে ফাহিম বলেছেন, ‘আমিও টিভি স্ক্রলে দেখেছি, আপনাদের কাছ থেকেই শুনেছি, অফিসিয়ালি সে নাকি ঘোষণা করেছে কোথাও না কোথাও। যদি হয়ে থাকে, অফিসিয়াল কোনও ডকুমেন্ট আমার কাছে আসেনি। আমি এখনও অফিসিয়ালি জানতে পারিনি যে, এটার সত্যতা কতটুকু। যদি হয়ে থাকে এটা আমাদের জন্য একটা বড় খবর।’
তবে বিসিবি শান্তকে রেখে দিতে চাইছে। এ ব্যাপারে বোর্ডের বড় ভূমিকা রাখতে হবে বলে মনে করেন ফাহিম, ‘ক্রিকেট বোর্ডকে অনেক বড় বড় স্টেপ নিতে হবে নতুন অধিনায়ক যদি তৈরি করতে হয় অথবা তাকে বুঝিয়ে রাখা যায়। আমাদের বসে সিদ্ধান্ত নিতে হবে। কারণ এখন একটা ঘটনা জানা গেছে। এখন আমাদের বিচার-বিবেচনা করতে হবে আমাদের কী অবস্থা, কী সিদ্ধান্ত নেবো। এটার জন্য অপেক্ষা করতে হবে।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।