ইরানি সর্বোচ্চ নেতার সতর্ক প্রতিক্রিয়া - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১২:২২, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ইরানি সর্বোচ্চ নেতার সতর্ক প্রতিক্রিয়া

editorbd
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৪
ইরানি সর্বোচ্চ নেতার সতর্ক প্রতিক্রিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর ইরান কীভাবে জবাব দেবে, তা ইরানি কর্মকর্তারাই নির্ধারণ করবেন বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। রবিবার দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ-কে উদ্ধৃত করে রয়টার্স এ খবর জানিয়েছে।

আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, জায়নবাদী সরকার (ইসরায়েল) যে মন্দ কাজটি করেছে, তা কম গুরুত্ব দিয়ে দেখা উচিত নয়, আবার অতিরঞ্জিতও করা ঠিক হবে না।

শনিবার ইরান দাবি করে, ইসরায়েলি বিমানবাহিনীর রাতভর বিমান হামলায় তেহরান ও পশ্চিম ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানলেও ক্ষয়ক্ষতি সীমিত ছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন উত্তেজনা বাড়ানোর বিরুদ্ধে সতর্ক করে মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা কমানোর আহ্বান জানান।

ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, শনিবার ভোর রাতের আগে তিন দফায় ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা এবং অন্যান্য স্থাপনায় হামলা চালায় ইসরায়েলের কয়েক ডজন যুদ্ধবিমান।

খামেনি আরও বলেন, ইসরায়েলের প্রতি ইরানের শক্তি প্রদর্শনের উপায় নির্ধারণ করবেন ইরানি কর্মকর্তারা। যা হবে দেশের জনগণ এবং জাতীয় স্বার্থের জন্য সবচেয়ে উপকারী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।