যুক্তরাষ্ট্র অফিস:
ইসরায়েলের সামরিক বাহিনী ও ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যকার শত্রুতা বন্ধ করার একটি প্রস্তাব নিয়ে কাজ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এবার তারা দেশটিতে ৬০ দিনের যুদ্ধবিরতি চায়। এ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন মার্কিন মধ্যস্থতাকারীরা। এ বিষয়ে অবগত দুটি সূত্র বুধবার (৩০ অক্টোবর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়, সূত্রগুলোর একজন আলোচনার বিষয়ে ব্রিফ করেছেন এবং অপরজন লেবাননে কর্মরত একজন সিনিয়র কূটনীতিক। তিনি বলেছেন, এই দুই মাস সময়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১৭০১-এর পূর্ণ বাস্তবায়ন চূড়ান্ত করা হবে। দক্ষিণ লেবাননকে রাষ্ট্রনিয়ন্ত্রণের বাইরে অস্ত্রমুক্ত রাখতে ২০০৬ সালে এই প্রস্তাবটি গৃহীত হয়েছিল।
প্রস্তাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বৈরুতে মার্কিন দূতাবাসের মুখপাত্র সামা হাবিব বলেন, ‘আমরা আবারও বলতে চাই, আমরা একটি কূটনৈতিক রেজ্যুলেশন চাই, যেটি সম্পূর্ণরূপে ১৭০১-কে বাস্তবায়ন করে এবং ইসরায়েলি ও লেবাননের নাগরিকদের সীমান্তের উভয় পাশে নিজ বাড়িতে ফিরে যেতে দেয়।’
লেবাননে ইসরায়েলি অভিযান অব্যাহত থাকায় যুদ্ধবিরতির সর্বশেষ এই প্রচেষ্টার বিষয়টি সামনে এলো। বুধবার পূর্বাঞ্চলীয় বালবেক শহরের বাসিন্দারে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। সেখানে অন্যান্য এলাকা থেকে পালিয়ে যাওয়া কয়েক হাজার লেবানিজ বসবাস করছিল।
এই ধরনের নোটিশ সাধারণত বোমা হামলার আগে দেওয়া হয়। সাবেক মেয়র ফুয়াদ বলুক রয়টার্সকে বলেছেন, বাসিন্দারা শহর ছেড়ে পালাতে শুরু করেছিল, যার কারণে রাস্তায় ভারী যানবাহন চলাচলও শুরু হয়। তবে অনেকেই সেখানে রয়ে গেছেন। কেননা, কোনও স্থানই নিরাপদ নয়।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।