বিসিবি জড়িত নয় – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:০৪, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

বিসিবি জড়িত নয়

editorbd
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৪
বিসিবি জড়িত নয়

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual1 Ad Code

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তাকে নিয়ে দলও ঘোষণা করা হয়েছিল। শেষ পর্যন্ত সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পাননি বলে সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরত গেছেন বাঁহাতি অলরাউন্ডার। সাকিবের দেশে আসা নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটে রাখলেও বুধবার গণমাধ্যমে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি জানিয়েছেন, বিসিবির তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকলেও রাজনৈতিক পরিচয়ের কারণেই দেশে আসতে পারেননি সাকিব।

Manual5 Ad Code

বুধবার বোর্ড সভায় ঢোকার আগে গণমাধ্যমকে ফারুক আহমেদ বলেছেন, ‘আপনি যেটা বললেন যে শেষ টেস্ট খেলতে ফিরতে পারেনি… একেবারেই আমরা কোনোভাবে জড়িত নই এই ব্যাপারটায়। এটা হলো আইনশৃঙ্খলা বাহিনী, সরকার ও সাকিব আল হাসান তাদের ব্যাপার)…। এখানে আমাদের পুরোপুরি অক্সিলারি একটা পার্ট নেওয়ার কথা ছিল। আমি ব্যক্তিগতভাবে আপনাদের সামনে যত কথাই বলি, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি যাতে সাকিব আল হাসান দেশ থেকে অবসরে যেতে পারে। আমার চেষ্টা আমি করেছি।’

Manual4 Ad Code

ফারুক দাবি করেছেন, সাকিবকে দেশের মাটিতে বিদায় দেওয়ার সব চেষ্টাই তিনি করেছেন। কিন্তু সাকিবের রাজনৈতিক পরিচয়ের কারণেই মূলত সেই চেষ্টা বিফলে গেছে। সরাসরি এমন কিছু না বললেও তার কথাতে ছিল সেই ইঙ্গিত, ‘সাকিব এখন শুধু একজন খেলোয়াড় নয়। তার একটা পরিচয় আছে যে গত সরকারের একজন এমপি ছিল এবং কিছু সেন্টিমেন্ট আছে (তাকে নিয়ে)। সব মিলিয়ে সরকারের দৃষ্টিকোণ ও ক্রিকেট বোর্ডের দৃষ্টিকোণ তো এক নয়।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code