টাইফুনের সতর্কতা জারি

Daily Ajker Sylhet

editorbd

৩০ অক্টো ২০২৪, ০১:২৪ অপরাহ্ণ


টাইফুনের সতর্কতা জারি

সাউথ এশিয়া ডেস্ক:

তাইওয়ানে আঘাত হানতে যাচ্ছে সুপার টাইফুন কং-রে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পূর্ব উপকূলে এটি আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ। বুধবার দ্বীপের বেশ কিছু অংশ জুড়ে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসের সতর্কতা জারি করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

মার্কিন নৌবাহিনীর যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল প্রতি ঘণ্টা) বেগে বয়ে যাওয়া ঝড়টি এখন একটি সুপার টাইফুনে পরিণত হয়েছে। তাইতুং কাউন্টিতে আঘাত হানার আগে এটি আরও তীব্র হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, ঝড়টি দ্বীপরাষ্ট্রটির দক্ষিণ দিক অতিক্রম করে তাইওয়ান প্রণালীতে প্রবেশ করবে। এর পর এটি চীনের দিকে ধেয়ে যাবে।

তাইওয়ানে সবচেয়ে শক্তিশালী ঝড়ের স্তর ‘স্ট্রং টাইফুন’। কং-রে-কে এই ক্যাটাগরির ঝড় হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রশাসন সতর্ক করেছে, পূর্ব তাইওয়ানের পার্বত্য অঞ্চলের উপকূলীয় এলাকায় বৃহস্পতিবার ১ দশমিক ২ মিটার (৩ দশমিক ৯ ফুট) পর্যন্ত বৃষ্টি এবং ঝোড়ো বাতাস বইতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।