বাগবিতণ্ডায় ট্রাম্প-হ্যারিস - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৫৯, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বাগবিতণ্ডায় ট্রাম্প-হ্যারিস

editorbd
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৪
বাগবিতণ্ডায় ট্রাম্প-হ্যারিস

যুক্তরাষ্ট্র অফিস:

প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বী হিসেবে ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রচারণায় আরও এক দফা উত্তেজনা ছড়িয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) এক বিতর্কিত মন্তব্যের জেরে হ্যারিসকে রক্ষায় উঠেপড়ে লাগে বাইডেন প্রশাসন। কিন্তু ততক্ষণে ট্রাম্প রাজনৈতিক কৌশলে সেই মন্তব্যকে কাজে লাগিয়ে প্রচারণার সুযোগ নিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

এই বিতর্কের সূচনা হয় সম্প্রতি একটি সমাবেশে প্রেসিডেন্ট জো বাইডেনের একটি মন্তব্যে। তিনি ট্রাম্পের সমর্থকদের ‘গার্বেজ’ (আবর্জনা) হিসেবে উল্লেখ করে বিতর্কিত মন্তব্য করেন।

বাইডেনের এই মন্তব্য নিয়ে প্রশ্নের মুখে পড়েন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। একই দিনে হ্যারিসের গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার কথা ছিল। কিন্তু তা না করে তাকে এই বিতর্ক সামাল দিতে বাধ্য হতে হয়।

বাইডেনের মন্তব্যকে ‘ভুল ব্যাখ্যা’ বলে দাবি করে হ্যারিস বলেন, আমি এমন কোনও মন্তব্যকে সমর্থন করি না, যেখানে মানুষের ভোটাধিকারের ভিত্তিতে সমালোচনা করা হয়।

এর মধ্যেই ট্রাম্প সুযোগ নিয়ে বিতর্কিত এই ঘটনাকে প্রচারণায় কাজে লাগান। উইসকনসিনে এক অনুষ্ঠানে তিনি একটি আবর্জনার ট্রাকের সামনে ছবি তোলেন। বাইডেন ও হ্যারিসের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এই ট্রাকটি তাদের সম্মানে। যে দেশের জনগণকে ঘৃণা করে, সে দেশ চালানোর যোগ্য নয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।