অনলাইন ডেস্ক:
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সেনা সমর্থিত উপদেষ্টা সরকার বলে মন্তব্য করেছেন কবি ও দার্শনিক ফরহাদ মজহার। তিনি বলেছেন, ‘এই সরকার এখনো টিকে আছে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান সাপোর্ট করছেন বলে। তিনি যদি সমর্থন না করেন, তার পর মুহূর্তে পড়ে যাবে। তাঁর শুভবুদ্ধির ওপর ভিত্তি করে এটা দাঁড়িয়ে আছে। আমরা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার চাই না।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘দুর্নীতি ও রাষ্ট্রপতি বা সংস্কার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকের আয়োজন করে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ।
ফরহাদ মজহার বলেন, ‘সাধারণ সৈনিকেরা গুলি করতে অস্বীকার করেছিলেন বলে এই গণ-অভ্যুত্থান সফল হয়েছে। সৈনিকদের অভিপ্রায়, যারা শ্রমিকের সন্তান, কৃষকের সন্তান। তাদের অভিপ্রায়ের সঙ্গে আমরা এখানে যারা একত্রিত হয়েছি, তাদের কোনো পার্থক্য নেই। আমরা এমন একটা রাষ্ট্র চাই, যেটা জনগণের অভিপ্রায়কে প্রতিনিধিত্ব করে। জনগণের অভিপ্রায় প্রতিনিধিত্ব হবে তখন, যখন আমরা চুপ্পুকে অপসারণ করতে পারব।’
রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে বিএনপিকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আশা করব বিএনপির ভাই-বোনেরা দায়িত্বশীল কথাবার্তা বলবেন। আমরা বর্তমানে দুর্বল মুহূর্তে পড়ে গেছি, বিএনপি থেকে অনেক দায়িত্বশীল আচরণ আশা করি। আমি কোনো যুক্তি খুঁজে পাই না, তারা কেন চুপ্পুকে রাখতে চান। এটার কোনো সাংবিধানিক যুক্তি নেই, রাজনৈতিক যুক্তি নেই। তথাকথিত ফ্যাসিস্ট সংবিধানের ভেতরে ঢোকানো ছিল ভুল। এই ভুল সংশোধনের প্রথম উপায় হচ্ছে চুপ্পুকে অপসারণ করা।’
তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতি যখন বললেন তার কাছে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নেই, এর মাধ্যমে তিনি বিট্রে করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। আর একটা মুহূর্তও ওখানে থাকার অধিকার নেই। অবিলম্বে অপসারণ করতে হবে।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।