কানাডা অফিস:
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে আনা কানাডার যাবতীয় অভিযোগ অবাস্তব ও ভিত্তিহীন বলে জানিয়েছে ভারত। গতকাল শুক্রবার কানাডা হাইকমিশনের এক উচ্চপদস্থ কর্মকর্তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে ওই অভিযোগের বিষয়ে এক প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়েছে। আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান।
এ–সংক্রান্ত প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, অত্যন্ত কড়া ভাষায় লেখা ওই প্রতিবাদপত্রে বলা হয়েছে, কানাডার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেভিড মরিসন সে দেশের সংসদীয় কমিটিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যা বলেছেন, তা অবাস্তব ও ভিত্তিহীন। এ ধরনের মিথ্যাচার দুই দেশের সম্পর্কে গভীর নেতিবাচক প্রভাব ফেলবে।
রণধীর জয়সোয়াল বলেন, অমিত শাহর নির্দেশে কানাডায় খালিস্তানিদের ওপর হামলা ও ভীতি প্রদর্শন হচ্ছে বলে ডেভিড মরিসন সে দেশের সংসদীয় কমিটিকে জানিয়েছিলেন। অবাস্তব অভিযোগের খবর তিনিই বিদেশি সংবাদপত্রকে (ওয়াশিংটন পোস্ট) জানিয়েছিলেন বলে স্বীকারও করেছেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।