বিনোদন ডেস্ক:
কৃতি শ্যাননের বলিউড জার্নি সহজ ছিল না। অনেক কাট খড় পুড়িয়ে নিজের স্থান পাকাপোক্ত করেছেন। এখন তিনি বলিউডের সফল অভিনেত্রী। প্রিয় তারকার ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহের কমতি নেই ভক্ত-অনুরাগীদের। সঙ্গে সম্পর্কে রয়েছেন এ নিয়েও জল্পনার কমতি ছিল না ভক্তদের। বেশ কিছু দিন ধরে গুঞ্জন চলছিল লন্ডন নিবাসী শিল্পপতিকে মন দিয়েছেন ‘একাকিনী’ তকমা পাওয়া এই অভিনেত্রী। অবশেষে প্রকাশ্যে প্রেমিকের সঙ্গে ধরা দিলেন তিনি।
গত জুলাইয়ে জন্মদিনের সময় থেকে জল্পনা শুরু হয় কৃতির সম্পর্ক নিয়ে। শিল্পপতি কবীর বহিরার সঙ্গে সম্পর্কে রয়েছেন এমন গুঞ্জন চাউর হয়। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী, মুখে কুলুপ এঁটে ছিলেন।
সম্প্রতি পরিবারের সঙ্গে ঘটা করে দীপাবলি পালন করেছেন অভিনেত্রী। তবে সেই উদ্যাপনে ছিলেন একেবারেই ঘনিষ্ঠরা। সেখানেও দেখা যায় কবীরকে। ছবি ঘিরে একে একে-দুই মেলান নেটিজেনরা। স্পষ্ট হয়ে যান গুঞ্জন নয়, সত্যিই সম্পর্কে রয়েছেন তাঁরা। এবার প্রকাশ্যে ধরারও দিলেন তাঁরা। সেই ভিডিও ছড়িয়েছে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরে কালো শর্টস ও কালো টপ পরে গাড়ি থেকে নামছেন কৃতি। টপের ওপরে রংচঙে জ্যাকেট। চোখে রোদ চশমা, পায়ে স্নিকার্স। এ সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দেন তিনি। কিছুটা দূরেই দাঁড়িয়ে ছিলেন কবীর। তাঁর পরনে কালো টিশার্ট ও ডেনিম প্যান্ট।
প্রশ্ন তুলেছেন নেটিজেনরা, দীপাবলি একসঙ্গে কাটিয়ে ছুটি কাটাতে চললেন তাঁরা? এর আগেও জন্মদিনে মাইকোনস নামে গ্রিসের এক দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন কৃতি। সেখানেই কবীরের সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছিলেন অভিনেত্রী। দেখা গিয়েছিল, একটি পার্টিতে সময় কাটাচ্ছেন যুগল। সে ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।