মাহফুজ আদনান ::
রাত পোহালেই বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচন । নির্বাচনকে ঘিরে ব্যস্ত গোটা আমেরিকা । গত কয়েকমাস ভোটারদের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে প্রার্থীরা এখন ফলাফল ঘরে তুলবেন । আজকের সারাদিন অনলাইনে রেজাল্ট যাচাই বাছাই শেষে নির্বাচনের নানান হিসাব নিকেশ বের করেছে বাংলানিউজইউএসডটকম । একটি সহজ হিসাব টোটাল ইলেকটোরাল ভোট-৫৩৮ ।
রোড টু হোয়াইট হাউজ-২৭০ (প্রয়োজন)-
চলছে শেষ মুহূর্তের হিসেব-নিকেশ
* রিপাবলিকানরা ২১৯ (রেড স্টেট) এবং ডেমোক্র্যাটদের ২২৬টি (ব্লু স্টেট) ইলেকটোরাল ভোট প্রায় নিশ্চিত ধরা যায়।
ক্ষমতার মসনদে যেতে-একটি সহজ হিসাব-
মি. ট্রাম্পের আরো প্রয়োজন ৫১ টি ইলেকটোরাল ভোট।
কমলা হ্যারিসকে পেতে হবে আরো ৪৪টি ইলেকটোরাল ভোট।
* সুইং স্টেটের ৯৩টি ইলেকটোরাল ভোটেই জয়-পরাজয়
* সুইং স্টেট : অ্যারিজোনা (১১ ভোট ), জর্জিয়া (১৬ ভোট), মিশিগান (১৫ ভোট), নেভাদা (৬ ভোট), নর্থ ক্যারোলিনা (১৬ ভোট), পেনসিলভেনিয়া (১৯ ভোট) এবং উইসকনসিন (১০ ভোট)- এই সাতটি অঙ্গরাজ্যকে একত্রে সুইং স্টেট বলা হয়।
সেক্ষেত্রে-
সুইং স্টেট পেনসেলভেনিয়া, নর্থ ক্যারোলিনা এবং জর্জিয়া জিতলেই লক্ষ্য অর্জন করবেন মি. ট্রাম্প।
অন্যদিকে সুইং স্টেট মিশিগান, পেনসিলভেনিয়া এবং উইসকনসিন জিতলেই লক্ষ্যে পৌঁছবেন কমলা হ্যারিস।
সর্বশেষ জরিপগুলো বলছে-সুইং স্টেটগুলোতে ভালোই সাড়া পাচ্ছেন মি. ট্রাম্প।
অন্যদিকে বিশ্বের শক্তিশালী দেশ আমেরিকার আড়াই শত বছরের ইতিহাসে নারী প্রেসিডেন্ট হওয়ার নজির নেই। কমলা হ্যারিসের আগে ২৪ জন নারী প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন। কেউই সফল হতে পারেননি। তাই নানা প্রতিকূলতা ডিঙ্গিয়ে ইতিহাস রচনা করতে বেশ বেগ পোহাতেই হবে ম্যাডাম কমলা হ্যারিসকে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।