ট্রাম্পের সঙ্গে কাজ করতে আগ্রহী ইইউ প্রেসিডেন্ট - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:১৩, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ট্রাম্পের সঙ্গে কাজ করতে আগ্রহী ইইউ প্রেসিডেন্ট

editorbd
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৪
ট্রাম্পের সঙ্গে কাজ করতে আগ্রহী ইইউ প্রেসিডেন্ট

লন্ডন অফিস:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ের দ্বারপ্রান্তে থাকায় তার সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কর্মকর্তা। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন বলেছেন, ইইউ ও যুক্তরাষ্ট্র কেবল মিত্র নয়, আমাদের মধ্যে প্রকৃত অংশীদারত্ব রয়েছে। যা ৮০ কোটি নাগরিককে ঐক্যবদ্ধ করেছে।

এক বিবৃতিতে তিনি বলেন, আসুন, আমরা একটি ট্রান্সআটলান্টিক অংশীদারত্বে কাজ করি। যা আমাদের নাগরিকদের জন্য সুফল বয়ে আনতে অব্যাহত থাকবে। আটলান্টিকের দুই পারেই লক্ষাধিক কর্মসংস্থান এবং বিপুল বাণিজ্য ও বিনিয়োগ আমাদের অর্থনৈতিক সম্পর্কের স্থিতিশীলতা এবং গতিশীলতার ওপর নির্ভর করে।

ট্রাম্পের আগের মেয়াদে ইইউ থেকে আমদানি করা স্টিল ও অ্যালুমিনিয়ামে শুল্ক আরোপ ইউরোপের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।