আয়োজন বাতিল করলো কর্তৃপক্ষ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:৫৯, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

আয়োজন বাতিল করলো কর্তৃপক্ষ

editorbd
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৪
আয়োজন বাতিল করলো কর্তৃপক্ষ

কানাডা অফিস:

সহিংসতার আশঙ্কায় কানাডার ব্র্যাম্পটন ত্রিবেণি মন্দির ও কমিউনিটি সেন্টারে ‘জীবন প্রমাণ পত্র’ ইভেন্ট বাতিল করেছে কর্তৃপক্ষ। ১৭ নভেম্বর এই ইভেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখানে ভারতীয় বংশোদ্ভূত হিন্দু ও শিখ সম্প্রদায়ের লোকেরা তাদের সনদ নবায়ন করতে পারতেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সোমবার এক বিবৃতিতে মন্দির কর্তৃপক্ষ বলেছে, ব্র্যাম্পটন ত্রিবেণি মন্দিরে ভারতীয় কনসুলেটের আয়োজনে ১৭ নভেম্বরের ইভেন্টটি বাতিল করা হয়েছে। কারণ, সেখানে মারাত্মক সহিংস প্রতিবাদের আশঙ্কা রয়েছে বলে পুলিশের কাছে তথ্য এসেছে।

কমিউনিটির সদস্যদের কাছে ক্ষমা প্রার্থনা করে কর্তৃপক্ষ বলেছে, ইভেন্টের জন্য অপেক্ষায় থাকা সবার কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। কানাডার হিন্দু মন্দিরকে এখন আর নিরাপদ মনে করছেন না স্থানীয়রা। এ নিয়ে আমরা গভীরভাবে মর্মাহত।

তারা আরও বলেছে, ব্র্যাম্পটন ত্রিবেণি মন্দিরের বিরুদ্ধে হুমকি মোকাবিলা করতে এবং কানাডীয় হিন্দু সম্প্রদায় ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই।

স্থানীয় হিন্দু ও সমমনাদের একটি আধ্যাত্মিক স্থান হিসেবে বিবেচিত ব্র্যাম্পটন ত্রিবেণি মন্দির ও কমিউনিটি সেন্টার। এখানে পূজা, কীর্তন, সেবা ও প্রবর্তনের মতো ধর্মীয় আচার পালিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।