আস্থা ভোটের মুখোমুখি জার্মান চ্যান্সেলর - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৪০, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

আস্থা ভোটের মুখোমুখি জার্মান চ্যান্সেলর

editorbd
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৪
আস্থা ভোটের মুখোমুখি জার্মান চ্যান্সেলর

লন্ডন অফিস:

জার্মানির মধ্য-বামপন্থি ঘরানার চ্যান্সেলর ওলাফ শলৎজের নেতৃত্বাধীন জোট সরকারের ভাঙনের পর আস্থা ভোটের দাবি তুলেছেন দেশটির মধ্য-ডানপন্থি বিরোধী নেতা। ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ)-এর প্রধান এবং সাবেক চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেলের দলের নেতা ফ্রিডরিখ মের্জ বৃহস্পতিবার শলৎজের আস্থা ভোটের সময়সূচি এগিয়ে আনার দাবি জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

বুধবার রাতে জরুরি সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারকে বরখাস্ত করার পর শলৎজ জানিয়েছিলেন যে, জানুয়ারিতে একটি আনুষ্ঠানিক আস্থা ভোটের আয়োজন করা হবে। যা মার্চ মাসে একটি আগাম নির্বাচনের সম্ভাবনা তৈরি করবে। তবে বৃহস্পতিবার সকালে মের্জ বলেন, আস্থা ভোট জানুয়ারিতে আয়োজন করার কোনও কারণ নেই।

শলৎজের তিন-দলীয় জোটকে ‘ট্রাফিক লাইট’ উল্লেখ করে মের্জ বলেন, ‘এই জোটের মেয়াদ শেষ। মের্জ আরও বলেন, তার দল পার্লামেন্টে আস্থা ভোট আয়োজনের জন্য সর্বসম্মতভাবে শলৎজকে সময়সূচি এক সপ্তাহের মধ্যে এগিয়ে আনার আহ্বান জানিয়েছে। আস্থা ভোট অনুষ্ঠিত হলে জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার পার্লামেন্টের নিম্নকক্ষ বিলুপ্তির সিদ্ধান্ত নিতে ২১ দিন সময় পাবেন। যা জানুয়ারির শেষের দিকে একটি নির্বাচনের পথ খুলে দিতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।