অনুপ্রবেশের শঙ্কায় কানাডা সরকার - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:৩৩, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

অনুপ্রবেশের শঙ্কায় কানাডা সরকার

editorbd
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৪
অনুপ্রবেশের শঙ্কায় কানাডা সরকার

Canadian flag waving with Parliament Buildings hill and Library in the background

কানাডা অফিস:

কানাডা সরকার দেশটির জনপ্রিয় শিক্ষার্থী ভিসা প্রক্রিয়া স্থগিত ঘোষণা করেছে। আবাসন ও সম্পদের সংকট মোকাবিলায় চাপের মধ্যে থাকা দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য গত শুক্রবার ‘স্টুডেন্ট ডাইরেক্ট স্কিম’ বা এসডিএস ভিসা কর্মসূচিটি বন্ধের ঘোষণা দেয়। শিখ নেতা হারদীপ সিং নিজ্জার হত্যাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে কানাডা এ সিদ্ধান্ত নিল।

স্কিমটির অন্তর্ভুক্ত দেশগুলো হলো- ভারত, ব্রাজিল, চীন, কলম্বিয়া, কোস্টারিকা, মরক্কো, পাকিস্তান, পেরু, ফিলিপাইন, ভিয়েতনাম, অ্যান্টিগুয়া ও বার্বুডা, সেনেগাল, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। ২০১৮ সালে এ স্কিম চালু করা হয়েছিল।

কানাডা সরকারের ওয়েবসাইটের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ওই দেশগুলোর শিক্ষার্থীদের জন্য কানাডায় অধ্যয়নের সুযোগ নিশ্চিত করতে এসডিএস চালু করা হয়েছিল। এ কর্মসূচির সীমাবদ্ধতা দূর করতে এবং আবেদন প্রক্রিয়ায় আরও দেশের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করতে কর্মসূচিটি এখন বন্ধ করা হচ্ছে।

তবে স্কিমের আওতায় যারা সর্বশেষ ৮ নভেম্বর পর্যন্ত আবেদন করেছেন, তাদের ভিসা প্রক্রিয়া চলমান থাকবে। এসডিএস কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা ভিসাসহ অন্যান্য প্রক্রিয়া দ্রুত শেষ করতে পারতেন। কিন্তু স্কিমটি বন্ধ হওয়ায় এখন ভারতসহ ওই সব দেশের শিক্ষার্থীদের কানাডায় অধ্যয়ন করতে গেলে একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

এক জরিপে দেখানো হয়, কানাডার জনসংখ্যার ক্রমবর্ধমান অংশ মনে করে, দেশটিতে অভিবাসীর সংখ্যা বেড়ে গেছে। ফলে নানা সংকটের সৃষ্টি হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।