ডেস্ক রিপোট:
অভিনেত্রী শবনম ফারিয়ার ফেসবুক পোস্ট মানেই সেটি ভাইরাল হবে, নয়তো খবরের জন্ম দেবে। তবে এবার যেটি ঘটেছে, সেটি পোস্ট না দিয়েই! অভিনেত্রী যেন বিনা মেঘেই বজ্রপাতের শিকার হলেন।
সম্প্রতি তার নামে একটি দীর্ঘ ফেসবুক পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। যেখানে তুলে ধরা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি বিরূপ প্রতিক্রিয়া। এ নিয়ে সরগরম ফেসবুক পাড়া। ফারিয়া জানান, এমন কোনও পোস্ট তিনি দেননি। দিলেও সেটিকে লুকিয়ে ফেলার মতো মানুষ নন তিনি। জানালেন ভাইরাল হওয়া পোস্টটি একেবারেই ভুয়া।
এ প্রসঙ্গে ফারিয়া জানান, ‘আমি গত ৩ দিন ধরে জ্বরে আক্রান্ত। আমি কোনও স্ট্যাটাস পোস্ট করিনি কোনও বিষয়ে। বিশেষভাবে রাজনীতি বিষয়ক, এই পোস্ট সম্পূর্ণ এডিটেড। এটার সাথে আমার কোনও সম্পৃক্ততা নেই।’
হাসিনা সরকারের লোকজনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আপনাদের অবস্থা এত খারাপ যে এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালিয়ে নিজেদের কথা বলতে হচ্ছে। আমি এই পোস্ট দিয়েছি ভেবে যারা খুশি তারা প্লিজ খুশি হইয়েন না। আবার লিখেছে ১৫ বছরে নাকি কোনও পোস্ট ডিলিট করতে হয় নাই। গত ১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।