সাকিবের ব্যাপারে আমার কাছে কোনও তথ্য নেই - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:০৫, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

সাকিবের ব্যাপারে আমার কাছে কোনও তথ্য নেই

editorbd
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৪
সাকিবের ব্যাপারে আমার কাছে কোনও তথ্য নেই

ডেস্ক রিপোট:

ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে নেই সাকিব আল হাসান। ওয়ানডেতেও থাকা নিয়ে সংশয় রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলের সদস্য হান্নান সরকার জানালেন, সাকিবের ব্যাপারে তার কাছে কোনও তথ্য নেই।

ভারত সিরিজে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্ট খেলে এই ফরম্যাটে ইতি টানার ইচ্ছা প্রকাশ করেছিলেন সাবেক অধিনায়ক। কিন্তু নিরাপত্তার শঙ্কায় দেশে ফিরতে পারেননি। সদ্যই শেষ হওয়া আফগানিস্তান সিরিজে নিজ থেকেই সাকিব নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টেস্ট স্কোয়াডেও রাখা হয়নি তাকে। সীমিত ওভারের ক্রিকেটে থাকবেন কিনা সেটিও অজানা।

সাকিবের ব্যাপারে পরিষ্কার করে কিছু বলতে পারলেন না হান্নান, ‘সাকিবের ব্যাপারে আমার কাছে কোনও তথ্য নেই। আমি কিছুই জানি না। তো এই ব্যাপারে আমি কোনও মন্তব্য করতে পারবো না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।