ঢাকায় ফরাসি শিল্পীর পিয়ানো সন্ধ্যা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:০৭, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ঢাকায় ফরাসি শিল্পীর পিয়ানো সন্ধ্যা

editorbd
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৪
ঢাকায় ফরাসি শিল্পীর পিয়ানো সন্ধ্যা

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা যেন বাংলাদেশ ও ফরাসি সংস্কৃতির কেন্দ্রবিন্দু। চিত্রকলা, নাটক ও সিনেমা প্রদর্শনী ছাড়াও দুই দেশের মেলবন্ধন ঘটে নানামাত্রিক সংগীতায়োজনের মাধ্যমে।

সেই ধারাবাহিকতায় এবার পিয়ানো বাজিয়ে শোনাবেন ফরাসি সংগীতশিল্পী কিম বারবিয়ের। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার গণমাধ্যম মুখপাত্র মামুন অর রশিদ জানান, ১৫ নভেম্বর সন্ধ্যা ৬টায় তাদের ক্যাফেতে বসবে এই পিয়ানোর আসর। যেটা সবার জন্য উন্মুক্ত থাকছে।

প্যারিসে জন্ম হলেও কিম বারবিয়ের বেড়ে উঠেছেন ফ্রান্সের দক্ষিণাঞ্চলে আর আফ্রিকায়, পরবর্তী কালে শিক্ষাগ্রহণ করেছেন লন্ডনে।

লন্ডনে তার শিক্ষাগ্রহণ মারিয়া কারসিওর সাথে (যিনি ছিলেন আর্থার স্নাবেলের একজন ছাত্রী), আরও সঙ্গ পেয়েছেন লিও ফ্রেইশের, গিওর্গি করতাগ, ফেরেঙ্ক রাদোস এবং প্যারিসের সিএনএসএম-এর পিয়েরে-লোহন্দ এইমান্দ ও নিকোলাস এঞ্জেলিসের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।