নিউজিল্যান্ড পার্লামেন্টে এমপিদের হাকা নৃত্য প্রদর্শন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:৪৭, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

নিউজিল্যান্ড পার্লামেন্টে এমপিদের হাকা নৃত্য প্রদর্শন

editorbd
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৪
নিউজিল্যান্ড পার্লামেন্টে এমপিদের হাকা নৃত্য প্রদর্শন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

নিউজিল্যান্ডে বিতর্কিত আদিবাসী চুক্তি বিলের ভোট বিঘ্নিত করতে পার্লামেন্টে হাকা নৃত্য প্রদর্শন করেন এমপিরা। এর ফলে সাময়িক সময়ের জন্য পার্লামেন্ট কার্যক্রম বন্ধ করতে হয়। দর্শক গ্যালারির লোকজনও এতে যোগ দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার বিলের প্রাথমিক ভোটে সংসদ সদস্যরা একত্রিত হওয়ার সঙ্গে সঙ্গে টে পার্টির মাওরি এমপিরা উঠে দাঁড়ান এবং নিউজিল্যান্ডের রাগবি দলের মাধ্যমে পরিচিত ঐতিহ্যবাহী মাওরি নাচ-হাকা প্রদর্শন শুরু করেন।

এসিটি নিউজিল্যান্ডের নেতা ডেভিড সেমুর বলেন, যারা বিলটির বিরোধিতা করছেন তারা ভয় ও বিভাজন সৃষ্টির চেষ্টা করছেন। তিনি আরও বলেন, আমার লক্ষ্য প্রতিটি ব্যক্তিকে ক্ষমতায়ন করা।

তবে এই বিতর্কিত আইনটি অনেক মাওরি ও তাদের সমর্থকদের কাছে দেশের আদিবাসী জনগণের অধিকার খর্ব করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। নিউজিল্যান্ডের ৫৩ লাখ জনসংখ্যার প্রায় ২০ শতাংশই মাওরি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।