দাফনের পর কবরের পাশে কী করা যাবে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:০২, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

দাফনের পর কবরের পাশে কী করা যাবে

editorbd
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৪
দাফনের পর কবরের পাশে কী করা যাবে

ডেস্ক রিপোর্ট:

দাফনের পর কবরে অবস্থান করে প্রশ্নোক্ত পদ্ধতির তালকিন করা শরীয়তসম্মত নয়। কোনো সহিহ হাদিস দ্বারা এভাবে তালকিন করা প্রমাণিত নয়। অনেক ফকিহ পরিষ্কার ভাষায় দাফনের পর এ ধরনের তালকিন করা থেকে বিরত থাকার কথা বলেছেন।

এক্ষেত্রে দাফনের পর কবরে অবস্থান করে হাদিস-আছার দ্বারা যতটুকু প্রমাণিত শুধু তা-ই করবে। এ ছাড়া অন্য কিছু করা থেকে বিরত থাকতে হবে।

হাদিস শরীফে দাফনের পর কবরে অবস্থান করে যে সব আমল করার কথা বর্ণিত হয়েছে সেগুলো হল–

এক হাদিসে বর্ণিত হয়েছে, মায়্যিতকে দাফন করার পর সেখানে কিছু সময় অবস্থান করে মায়্যিতের জন্য মাগফিরাতের দোয়া করবে এবং কবরে প্রশ্নের জবাবে সে যেন সুদৃঢ় থাকতে পারে সেজন্য আল্লাহর কাছে তার জন্য দোয়া করবে।

উসমান রা. থেকে বর্ণিত, তিনি বলেন– নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করতেন তখন তিনি কবরের পাশে দাঁড়িয়ে বলতেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য মাগফিরাতের দোয়া কর এবং সে যেন (প্রশ্নের জবাবে) সুদৃঢ় থাকতে পারে সে দোয়া কর। কেননা এখনই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। (সুনানে আবু দাউদ, হাদিস ৩২১৩)

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।