একাত্তরে আমাদের ভুল সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে ক্ষমা চাইব: জামায়াতের আমির – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:২১, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

একাত্তরে আমাদের ভুল সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে ক্ষমা চাইব: জামায়াতের আমির

editorbd
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৪
একাত্তরে আমাদের ভুল সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে ক্ষমা চাইব: জামায়াতের আমির

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘একাত্তরে আমরা কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, আমি জাতির কাছে ক্ষমা চাইব।’ স্থানীয় সময় গতকাল মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় যুক্তরাজ্যে বাংলা ভাষার গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

Manual1 Ad Code

একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলটির বর্তমান আমির বলেন, ‘একাত্তরে আমরা কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, আমি জাতির কাছে ক্ষমা চাইব। ব্রিটেনের কোর্ট চৌধুরী মাইনুদ্দিনের বিষয়ে বিচারের রায়ে আমাদের দেশে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের নামে, যে বিচার হয়েছে তার অবজারভেশনে এখানকার বিচারপতিরা সে রায়কে জেনোসাইড অব জাস্টিস বলেছেন।’

Manual4 Ad Code

ডা. শফিকুর রহমান আওয়ামী লীগের শাসনামলে জামায়াতের ওপর নির্যাতন-নিপীড়নের কথা উল্লেখ করে বলেন, ‘১৫ বছর আমাদের আমাদের অফিসে বসতে দেয়নি, আমাদের কথা বলতে দেয়নি, আমাদের কোনো র‍্যালি করতে দেয়নি, আমরা সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে যেতে পারিনি।’

অনুষ্ঠানে ২৪—এর গণঅভ্যুত্থানে নিহতদের ‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘এ অভ্যুত্থানে দেশের সকল শ্রেণির মানুষ অংশ গ্রহণ করেছিল। এমনকি দেশের বাইরে অবস্থানরত প্রত্যেকেই যার যার সাধ্য অনুযায়ী যুদ্ধ করেছেন। আমরা তাদের সবাইকে মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

Manual3 Ad Code

তিনি বলেন, ‘জাতিগত অনৈক্য এবং দুর্নীতির কারণে আমরা আগাতে পারিনি। দুর্নীতি আমাদের জন্য একটি জাতীয় লজ্জার বিষয়। যুক্তরাজ্য নিজেদের দুর্নীতি থেকে অনেকটা মুক্ত রাখতে পারার কারণে সারা বিশ্বে নিজেদের একটা মর্যাদাপূর্ণ স্থানে নিয়ে যেতে পেরেছে। কিন্তু আমরা পারিনি। যারা সমাজ পরিচালনা করবেন, তারা পরিচ্ছন্ন না হলে সমাজ পরিচ্ছন্ন হবে না।’

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের লাগামহীন দুর্নীতির কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘যে পরিমাণ উন্নয়ন করা সম্ভব হতো, সেটা আসলে হয়নি। বাংলাদেশে একটি উন্নয়ন প্রকল্পে যে ব্যয় দেখানো হয়েছে, আমাদের অঞ্চলের অন্যান্য দেশে সে ধরনের উন্নয়ন প্রকল্প তার তিন ভাগের এক ভাগ ব্যয়েই সম্পন্ন হয়েছে। আমাদের দেশে সময়মতো কোনো প্রকল্পের কাজ শেষ করা হয়নি, একের পর এক সময় বাড়ানো হয়েছে। আর সেই সঙ্গে বাড়িয়ে দেখানো হয়েছে প্রকল্পের ব্যয়। এভাবেই দেশটাকে লুটেপুটে নিঃস্ব করা হয়েছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। আবু সালেহ ইয়াহইয়ার পরিচালনায় অনুষ্ঠানে কোরআন থেকে তিলাওয়াত করেন ইমাম উদ্দিন এবং দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পী কামাল হোসাইন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code