চ্যালেঞ্জটা অনেক বড় - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:৩৫, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

চ্যালেঞ্জটা অনেক বড়

editorbd
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৪
চ্যালেঞ্জটা অনেক বড়

সম্পাদকীয়:

পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এর আগে ৫ সেপ্টেম্বর পূর্ববর্তী নির্বাচন কমিশনের সদস্যরা পদত্যাগ করেন। নতুন নির্বাচন কমিশনের প্রধান হয়েছেন সাবেক সচিব এএমএম নাসির উদ্দীন। কমিশনের অন্য সদস্যরা হলেন-সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাদের নিয়োগ দিয়েছেন। বুধবার এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বলা বাহুল্য, দ্রুত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের দাবির মুখে গঠিত হলো নতুন নির্বাচন কমিশন।

জুলাই-আগস্টে যে অভ্যুত্থান সংঘটিত হয়েছে, এর অন্যতম লক্ষ্য ছিল মানুষের ভোটের অধিকার ফিরিয়ে এনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার যাতে দেশ পরিচালনা করতে পারে, সেই ব্যবস্থা করা। অভ্যুত্থান সফল হয়েছে এবং মানুষের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের মনে আছে ২০১৪, ২০১৮ ও ২০২৪-এর তিনটি নির্বাচন কতটা প্রহসনের ছিল। বস্তুত শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই তিন নির্বাচন চরমভাবে প্রত্যাখ্যাত হয়েছে। নির্বাচনে ভোটাররা তাদের পছন্দনীয় প্রার্থীদের ভোট দিতে পারেনি বলে গত রেজিমের প্রতি তারা বিরক্ত শুধু নয়, ক্ষোভ প্রকাশ করে আসছিল। ক্রমেই এই ক্ষোভ দানা বাঁধে এবং এক পর্যায়ে অগ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ শাসন করতে থাকা সরকারকে আর সহ্য করতে পারছিল না তারা। এমন এক পটভূমিতে ছাত্রসমাজ এগিয়ে আসে এবং তাদের সঙ্গে যুক্ত হয় জনতা ও বিভিন্ন রাজনৈতিক দল। এই সম্মিলিত শক্তি এত প্রবল আকার ধারণ করে যে, সরকার তার সব শক্তি প্রয়োগ করেও আর টিকতে পারেনি, সরকারের পতন অনিবার্য হয়ে পড়ে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।