ডেস্ক রিপোর্ট:
বয়স ভিত্তিক এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শিরোপা ধরে রাখার মিশন নিয়ে বাংলাদেশ দলের যুবারা রবিবার সংযুক্ত আরব আমিরাতে পা রাখবে। তার আগে শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেলো যুবাদের আনুষ্ঠানিক ফটোসেশন। এরপর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের কোচ নাভিদ নেওয়াজ ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম। অধিনায়ক তামিম জানিয়েছেন, শুধু এশিয়া কাপ নয়, আগামী বিশ্বকাপেও চোখ তাদের।
এক প্রশ্নের জবাবে জুনিয়র তামিম বলেছেন, ‘আমরা বর্তমান চ্যাম্পিয়ন। এই দলে আগের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া পাঁচজন ক্রিকেটার আছেন। আমরা দারুণ আশাবাদী এবারও শিরোপা জিততে পারবো।’
গতবার বাংলাদেশ যুবাদের কোচ ছিলেন স্টুয়ার্ট ল। এবার যুব বিশ্বকাপ জেতানো কোচ নাভিদ নেওয়াজকে পাওয়া দলের জন্য বাড়তি প্রেরণা। অধিনায়ক তামিম বললেন, ‘বিশ্বকাপজয়ী কোচ আছেন আমাদের সঙ্গে। এটা খুবই প্রেরণাদায়ক। আমরা চাই এশিয়া কাপের পাশাপাশি যেন বিশ্বকাপও জিততে পারি। গত তিন-চার মাস ধরে আমরা কঠোর পরিশ্রম করেছি। ঘরের মাঠে আরব আমিরাতের বিপক্ষে দাপুটে সিরিজ জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমাদের দলের বন্ধন অসাধারণ।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।