মনোনীত হলেন পাম বন্ডি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:০৬, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

মনোনীত হলেন পাম বন্ডি

editorbd
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৪
মনোনীত হলেন পাম বন্ডি

যুক্তরাষ্ট্র অফিস:

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিজ্ঞ প্রসিকিউটর পাম বন্ডিকে নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করেছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এই মনোনয়নের মাত্র কয়েক ঘণ্টা আগে ম্যাট গেটজ তার নাম প্রত্যাহার করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পাম বন্ডি আইন প্রয়োগকারী সংস্থায় দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এবং পূর্বে ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র। ২০১৬ সালের নির্বাচনি প্রচার থেকে শুরু করে প্রথম অভিশংসন বিচার পর্যন্ত তার আইনি দলে ছিলেন। এছাড়া, নিউ ইয়র্কে ট্রাম্পের ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার মামলায় আদালতে উপস্থিত হয়ে তাকে প্রকাশ্যে সমর্থন করেছেন।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, পাম প্রায় ২০ বছর প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি সহিংস অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ফ্লোরিডার জনগণের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।