দরিদ্র দেশগুলোর ক্ষোভ – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:২০, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

দরিদ্র দেশগুলোর ক্ষোভ

editorbd
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৪
দরিদ্র দেশগুলোর ক্ষোভ

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি ও প্রতিরোধের জন্য উন্নয়নশীল দেশগুলোকে ৩০০ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ধনী দেশগুলো। আজারবাইজানে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে রবিবার (২৪ নভেম্বর) এই ঘোষণা দেন দেশগুলোর নেতারা। তবে এ নিয়ে ক্ষোভ রয়ে গেছে দরিদ্র দেশগুলোর মধ্যে। যে পরিমাণ তহবিলে আশা তারা করেছিল তেমন কিছুই হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

Manual8 Ad Code

এবারের জলবায়ু সম্মেলনে এ তহবিল নিয়ে অনেক কাঠখড় পুড়তে হয়েছে। তহবিল গঠনে একমত হতে না পারায় দেশগুলোর মধ্যে সমঝোতার জন্য অতিরিক্ত ৩৩ ঘণ্টা সময় দেওয়া হয়। এই অতিরিক্ত সময়ে আলোচনার মাধ্যমে অবশেষে প্রস্তাবিত চুক্তিটিতে কিছু পরিবর্তন এনে সেটির চূড়ান্ত অনুমোদন দিতে রাজি হন দেশগুলোর নেতারা।

জাতিসংঘের জলবায়ু সংস্থার প্রধান সাইমন স্টেইল বলেছেন, ‘কঠিন হলেও অবশেষে আমরা চুক্তিটি করতে পেরেছি।’

Manual5 Ad Code

তবে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসতে গত বছর যে আহ্বান জানানো হয়েছিল সে বিষয়ে এবারের সম্মেলনে কোনও চুক্তি করা সম্ভব হয়নি।

Manual2 Ad Code

রবিবার তহবিলের জন্য ৩০০ বিলিয়ন ডলার অর্থ প্রদানের ঘোষণা দেয় ধনী দেশগুলো। এই সিদ্ধান্তকে করতালির মাধ্যমে অনেকে স্বাগত জানালেও হতাশা প্রকাশ করেছেন জলবায়ু কর্মীরা।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code