উত্তরপ্রদেশে মসজিদ জরিপ নিয়ে সংঘর্ষে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৩৪, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

উত্তরপ্রদেশে মসজিদ জরিপ নিয়ে সংঘর্ষে

editorbd
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৪
উত্তরপ্রদেশে মসজিদ জরিপ নিয়ে সংঘর্ষে

সাউথ এশিয়া ডেস্ক:

উত্তরপ্রদেশের সম্ভলে সকালে মুঘল আমলের জামে মসজিদে আদালত নির্দেশিত জরিপকে কেন্দ্র করে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিনজন নিহত হন এবং ৩০ জনেরও বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, অ্যাডভোকেট কমিশনারের নেতৃত্বে জরিপ দল সকাল ৭টা ৩০ মিনিটে কাজ শুরু করলে মসজিদের সামনে লোকজন জড়ো হতে থাকে। উপস্থিত জনতা পুলিশের প্রবেশ ঠেকানোর চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে ভিড় হাজারের বেশি মানুষে রূপ নেয়।

জনতার একটি অংশ পুলিশের দিকে পাথর নিক্ষেপ শুরু করে। উত্তেজনা আরও বেড়ে গেলে ১০টিরও বেশি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে। এ সময় দুই ব্যক্তি নিহত হন এবং পুলিশের ৩০ জনেরও বেশি সদস্য আহত হন।

মোরাদাবাদ বিভাগের কমিশনার অঞ্জনেয় কুমার সিং বলেছেন, নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন নাঈম, বিলাল ও নওমান। সংঘর্ষে সুপারিনটেনডেন্ট অব পুলিশের বন্দুকধারীসহ বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।