যুক্তরাষ্ট্র অফিস:
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনি ফলাফল বদলে দেওয়ার চেষ্টার অভিযোগে দায়ের করা একটি মামলা খারিজ করেছেন ফেডারেল বিচারক। সোমবার বিচারক তানিয়া চুটকান মামলাটি চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই খারিজ করে দেন। অর্থাৎ অর্থ ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদ শেষ করার পর মামলাটি আবারও শুরু করা যেতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
মামলাটি খারিজ করতে আদালতের প্রতি আহ্বান জানিয়েছিলেন মার্কিন সরকারের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। বিচার বিভাগীয় নীতির উল্লেখ করে মামলাটি খারিজ করার আবেদন জানান তিনি। ওই নীতিতে বলা হয়েছে, একজন বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে অপরাধমূলক মামলা দায়ের করা যাবে না।
সেই সঙ্গে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদ শেষে নিজের কাছে সরকারি গোপন নথি রাখার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছিল, সেটিও খারিজের আবেদন করেন জ্যাক স্মিথ।
এই দুটি মামলায় নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছিলেন ট্রাম্প। ট্রাম্পের বিরুদ্ধে এত দিন দুটি মামলাই লড়েছেন জ্যাক স্মিথ।
স্মিথ মামলার আবেদনপত্রে উল্লেখ করেন, ‘যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে, ফেডারেল পর্যায়ে বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ গঠন এবং পরবর্তীতে ফৌজদারি মামলা নিষিদ্ধ।‘
অর্থাৎ যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নিয়ম অনুযায়ী, নির্বাচনে জয়ের পর ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসলে তার বিরুদ্ধে করা মামলা খারিজ করতে হবে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।