ডেস্ক রিপোর্ট:
চতুর্থ দিনেই অ্যান্টিগা টেস্টের ফল কোন দিকে গড়াচ্ছে, তা নির্ধারণ হয়ে গিয়েছিল। পঞ্চম দিন সেই আনুষ্ঠানিকতার শেষ হলো ৪০ মিনিট পর। ৩৩৪ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ১০৯ রানে খেলা শুরু করেছিল। দ্বিতীয় ওভারেই হাসান মাহমুদ আউট হন। তারপর জাকের আলীও থেমে যান। শেষ জুটিতে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম ৮ বল খেলেছেন। শরিফুল ক্রিজে নেমে আলজারি জোসেফের প্রথম বলেই কাঁধের পেছনে ব্যথা পান। পরের ওভার শেষ হতেই খেলা আর না চালিয়ে যাওয়ার ঘোষণা আসে বাংলাদেশের পক্ষ থেকে। শরিফুল রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। ৯ উইকেটে ১৩২ রানে থামে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ২০১ রানের বিশাল জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেলো।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দ্বিতীয় ইনিংসে কেমার রোচ ও জেইডেন সিলস সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন। আলজারি পান দুটি উইকেট। আগামী ৩০ নভেম্বর কিংসটনে শুরু হবে দ্বিতীয় ম্যাচ।
জাকেরের বিদায়ে হারের দোরগোড়ায় বাংলাদেশ
জাকের আলী বেশিক্ষণ ক্রিজে সময় কাটাতে পারলেন না। আগের দিন ১৫ রানে অপরাজিত ছিলেন। শেষ দিন আর ১৬ রান যোগ করে বিদায় নিলেন। ৫৮ বলে পাঁচটি চারে ৩১ রান করে থামলেন হাসান। আলজারি জোসেফ তাকে এলবিডব্লিউ করেন, রিভিউ নিয়েও বাঁচতে পারেননি বাংলাদেশি ব্যাটার। ১২৯ রানে ৯ উইকেট হারালো বাংলাদেশ।
শেষ প্রতিরোধ গড়তে মাঠে বাংলাদেশ, আউট হাসান
ওয়েস্ট ইন্ডিজের ৩৩৪ রানের কঠিন লক্ষ্যে নেমে বাংলাদেশ ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছে। ৭ উইকেটে ১০৯ রানে শেষ দিনের খেলা শুরু কছে তারা। উইন্ডিজের বিপক্ষে শেষ তিন উইকেট নিয়ে দল কতটা প্রতিরোধ গড়তে পারে, সেটাই ছিল দেখার অপেক্ষা। স্বীকৃত ব্যাটার হিসেবে এখন আছেন শুধু জাকের আলী। আগের দিন অপরাজিত থাকা হাসান মাহমুদ রানের খাতা না খুলে আউট হয়েছেন। ব্যাটিং করতে নেমেছেন তাসকিন আহমেদ ও জাকের আলী।
দিনের দ্বিতীয় ওভারে আলজারি জোসেফ শেষ বলে হাসানকে জশুয়া ডা সিলভার ক্যাচ বানান। ১১৩ রানে অষ্টম উইকেট হারালো বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৪৪.১ ওভারে ৪৫০/৯ (গ্রিভস ১১৫*, শামার ১১*, সিলস ১৮, রোচ ৪৭, আলজারি ৪, ডা সিলভা ১৪, ব্র্যাথওয়েট ৪, কার্টি ০, লুইস ৯৭, হজ ২৫, আথানেজ ৯০)
বাংলাদেশ প্রথম ইনিংসে ৯৮ ওভারে ২৬৯/৯ (শরিফুল ৫*, তাসকিন ১১*, জাকের ৫৩, তাইজুল ২৩, মিরাজ ২৩, লিটন ৪০, মুমিনুল ৫০, দিপু ১৮, জাকির ১৫, জয় ৫)
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ৪৬.১ ওভারে ১৫২/১০ (সিলস ১*, রোচ ১২, শামার ৪, আলজারি ১৭, ডা সিলভা ২২, গ্রিভস ২, আথানেজ ৪২, হজ ১৫, ব্র্যাথওয়েট ২৩, কার্টি ৩, লুইস ৮)
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩৮ ওভারে ১৩২/৯ (শরিফুল ১* (রি/হা), তাসকিন ৪*, জাকের ৩১, হাসান ০, তাইজুল ৪, মিরাজ ৪৫, লিটন ২২, মুমিনুল ১১, দিপু ৪, জয় ৬, জাকির ০), লক্ষ্য ৩৩৪ রানের।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ২০১ রানে জয়ী
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।