তার দৌড়ে স্টিক ম্যান - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:১১, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

তার দৌড়ে স্টিক ম্যান

editorbd
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৪
তার দৌড়ে স্টিক ম্যান

কানাডা অফিস:

কানাডার ডানকান ম্যাকক্যাব দৌড়াতে ভালোবাসেন। দৌড়ানোর সময় তিনি ‘জিপিএস’ চালু রাখেন। তাতে নগরীর কোন পথ দিয়ে তিনি দৌড়াচ্ছেন, তা আনলাইন ম্যাপে দেখা যায়। প্রতিবার তিনি যে পথ দৌড়ান, তাতে অনলাইন ম্যাপে একেকটি ‘স্টিক ম্যান’ তৈরি হয়।

এভাবে প্রতিদিন নিজের দৌড়ের অনলাইন ম্যাপ একত্র করে ডানকান ভিডিও বানিয়ে ফেলেন। এরপর সেটি পোস্ট করে দেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তাঁর ভিডিও দেখে মনে হয়, অনলাইন ম্যাপে একজন ‘স্টিক ম্যান’ নাচানাচি করছে।

‘স্টিক ফিগার আর্ট’ আঁকার একটি ধরন। সোজা সোজা দাগ দিয়ে নানা আকৃতি ফুটিয়ে তোলাকে স্টিক ফিগার আর্ট বলে।

ডানকানের পোস্ট করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ‘এক্স’–এ আড়াই লাখের বেশিবার দেখা হয়েছে। ছোট ভিডিওর প্ল্যাটফর্ম টিকটকে ৯০ লাখের বেশিবার সেটি দেখা হয়েছে।

ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘টরন্টোর রাস্তায় স্ট্রাভা আর্ট অ্যানিমেশন। এটির জন্য আমাকে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১২১ বার দৌড়াতে হয়েছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।