লন্ডন অফিস:
মার্কিন দূরপাল্লার অস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলার পরদিন ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার এই হামলা চালানো হয়। এর একদিন আগে ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র রুশ লক্ষ্যবস্তুতে ব্যবহার করেছিল। এটি পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানার সর্বশেষ ঘটনা। ব্রিটিশ বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।
রুশ সামরিক ব্লগাররা এই হামলার খবর টেলিগ্রামে ছড়িয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন। মস্কো থেকে জানানো হয়েছে, রাশিয়ার অভ্যন্তরে গভীরে পশ্চিমা অস্ত্রের ব্যবহার সংঘাতের বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করবে।
টেলিগ্রামে পোস্ট করা রুশ সামরিক ব্লগাররা কুরস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার শব্দ এবং ধ্বংসযজ্ঞের ছবি শেয়ার করেছেন। ফুটেজে ১৪টি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যার বেশিরভাগই ক্ষেপণাস্ত্রের আগমনী শিস দিয়ে শুরু হয়েছে। একটি আবাসিক এলাকায় ধারণ করা ফুটেজে দূরে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।
রুশপন্থি টেলিগ্রাম চ্যানেল টু মেজর্স দাবি করেছে, ইউক্রেন কুরস্ক অঞ্চলে ১২টি স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তারা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের ছবি শেয়ার করেছে, যেখানে ‘স্টর্ম শ্যাডো’ লেখা স্পষ্ট দেখা গেছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।