ইন্টারন্যাশনাল ডেস্ক:
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দখলমুক্ত ইউক্রেন ন্যাটোর অধীনে এলেই যুদ্ধ শেষ হতে পারে। তিনি বলেন, ইউক্রেনকে ‘ন্যাটো ছাতার নীচে’ নেওয়া উচিত ও যুদ্ধের ‘উত্তপ্ত পর্ব’ বন্ধের চেষ্টা করা উচিত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।
স্কাই নিউজের সঙ্গে একটি দীর্ঘ ও বিস্তৃত সাক্ষাত্কারে ইউক্রেনের প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা হয়েছিল, বর্তমানে কিয়েভের নিয়ন্ত্রণে যেটুকু অঞ্চল রয়েছে শুধু সেখানে তিনি ন্যাটোর সদস্যপদ গ্রহণ করবেন কি-না। জবাবে জেলেনস্কি বলেছিলেন, তিনি এমন প্রস্তাবে রাজি হবেন যদি প্রথমে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের মধ্যে পুরো ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।
ইউক্রেন তখন ‘কূটনৈতিক উপায়ে’ রুশ নিয়ন্ত্রণাধীন অঞ্চল ফেরত নিয়ে আলোচনার চেষ্টা করতে পারে বলে জানান তিনি।
তবে এই পরামর্শটি অত্যন্ত তাত্ত্বিক একটি বিষয়, যেমনটি জেলেনস্কি উল্লেখ করেছেন। এখনও কেউ ইউক্রেনকে এই ধরণের প্রস্তাব দেয়নি। এছাড়া, ন্যাটো কখনও এমন পদক্ষেপের কথা বিবেচনা করবে কি-না সেটিও অত্যন্ত সন্দেহজনক।
জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন কখনও এ ধরণের প্রস্তাব বিবেচনা করেনি। কেননা, আনুষ্ঠানিকভাবে কেউ আমাদের এমন প্রস্তাব দেয়নি।’ তিনি বলেন, বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা অংশগুলোসহ পুরো দেশকে ন্যাটোর সদস্যপদ দিতে হবে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।