জাপান সাগরের আকাশসীমায় চীন-রাশিয়ার যৌথ বিমান টহল - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:১২, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

জাপান সাগরের আকাশসীমায় চীন-রাশিয়ার যৌথ বিমান টহল

editorbd
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৪
জাপান সাগরের আকাশসীমায় চীন-রাশিয়ার যৌথ বিমান টহল

ইন্টারন্যাশনাল ডেস্ক:

চীন ও রাশিয়ার সামরিক বাহিনী যৌথভাবে নবম কৌশলগত বিমান টহল পরিচালনা করেছে। শুক্রবার জাপান সাগরের আকাশসীমায় এই টহল পরিচালিত হয়। চীনা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, দুদেশের বিমানবাহিনীর প্রশিক্ষণ ও সক্ষমতা যাচাই ও উন্নতকরণের লক্ষ্যে এই টহলের আয়োজন করা হয়েছে। বার্ষিক সহযোগিতা পরিকল্পনার অংশ হিসেবে ২০১৯ সাল থেকে যৌথ টহল কার্যক্রম পরিচালনা করছে বেইজিং ও মস্কো।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, চীন ও রাশিয়ার ১১টি সামরিক বিমান তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (এডিআইজেড) প্রবেশ করলে যুদ্ধবিমান মোতায়েন করা হয়। বিমানগুলো চার ঘণ্টা ওই অঞ্চলে অবস্থান করার পর কোনও সংঘর্ষ ছাড়াই চলে যায়।

পূর্ব ঘোষণা ছাড়াই এ ধরনের টহল পরিচালনা করায় চীন ও রাশিয়ার কাছে প্রতিবাদ জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।