বাইডেন ছেলেকে ক্ষমা করে বিচারের গর্ভপাত করেছেন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৫৬, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

বাইডেন ছেলেকে ক্ষমা করে বিচারের গর্ভপাত করেছেন

editorbd
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৪
বাইডেন ছেলেকে ক্ষমা করে বিচারের গর্ভপাত করেছেন

যুক্তরাষ্ট্র অফিস:

আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার আগে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করতে পিছুপা হচ্ছেন না এই রিপাবলিকান। নিজের ছেলেকে ক্ষমা করায় বাইডেনের তীব্র নিন্দা করেছেন ট্রাম্প। তার মতে, বাইডেনের এমন সিদ্ধান্ত ‘বিচারের গর্ভপাতের’ সামিল।

প্রেসিডেন্ট বাইডেনের ছেলে হান্টার বাইডেন অস্ত্র আইন ও কর ফাকির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তবে বাইডেন তাকে ক্ষমা করে দেন। যা নিয়ে প্রশ্ন তুলে এটিকে বিচারের গর্ভপাত বলে অভিহিত করেছেন ট্রাম্প। সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এমন মন্তব্য করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘জো হান্টারকে দেওয়া ক্ষমার মধ্যে কি J-6 জিম্মিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা এখনও বছরের পর বছর ধরে কারাবন্দি? এটি ন্যায়বিচারের অপব্যবহার এবং গর্ভপাত!’

J6 জিম্মি মূলত তারা- যারা ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলা চালিয়ে গ্রেফতার হয়েছিলেন। যে কারণে এখনও কারাভোগ করতে হচ্ছে তাদের। ট্রাম্পের মতে, ক্যাপিটাল হিলে হামলা চালানো ব্যক্তিরা শান্তিপূর্ণ ছিল এবং তারা দেশপ্রেমিকের মতো কাজ করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।