দায়িত্ববোধ বাড়াতে হবে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:৩৬, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

দায়িত্ববোধ বাড়াতে হবে

editorbd
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৪
দায়িত্ববোধ বাড়াতে হবে

ডেস্ক রিপোর্ট:

যুব বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তানজিদ হাসান তামিম। ব্যাট হাতে দারুণ পারফর্ম করেই জাতীয় দলে সুযোগ করে নিয়েছিলেন। কিন্তু কয়েক বছর ধরে খেললেও এখন অব্দি নিজের সেরাটা দিতে পারেননি। এই ব্যর্থতার দায় নিজের কাঁধেই তুলে নিয়েছেন তরুণ এই ব্যাটার। পারফরম্যান্সের উন্নতির জন্য আরও একটু দায়িত্ববোধ বাড়ানো উচিত বলে মনে করেন জুনিয়র তামিম। সোমবার দল ঘোষণার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তেমনটাই জানালেন এই ওপেনার।

২০২৪ সালে সবমিলিয়ে চারটি ওয়ানডে খেলেছেন তানজিদ তামিম। এর মধ্যে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে ৮১ বলে ৮৪ রান করেছেন। এরপর এ বছর আরও তিনটি ওয়ানডেতে ফিরেছেন যথাক্রমে ৩, ২২ ও ১৯ রান করে। এটি যেন একরকম তার ক্যারিয়ারের প্রতিচ্ছবিই। শুরুটা ভালো করার পর হুট করেই বাজে শট খেলে আউট হয়ে যাচ্ছেন।

নিজের পারফরম্যান্স নিয়ে তামিম বলেছেন, ‘আসলে দেখেন, যেটা বলছেন আমি এটার সঙ্গে একমত। এখানে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, আরেকটু দায়িত্ববোধ বাড়াতে হবে। কারণ বেশির ভাগ ইনিংস আমি ভালো শুরু করেছি, ওখান থেকে ক্যারি করতে পারিনি। চেষ্টা থাকবে যদি ইনিংসে ভালো শুরু করি, সেখান থেকে দায়িত্ববোধ নিয়ে কীভাবে ইনিংসটা বড় করবো। আমার ব্যাক অব দ্য মাইন্ড..একটা জিনিস আমি মনে করি এটা আসলে একটা মানসিক ব্যাপার। যদি ভালো গেম প্ল্যান নিয়ে নামতে পারি এবং ভালো শুরু করার পর যদি ইনিংসটা ক্যারি করতে পারি। আশা করি যে এখান থেকে আরও ভালো হওয়া সম্ভব।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।