আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনার কার্যালয়ের সামনে বিক্ষোভ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:৩৩, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনার কার্যালয়ের সামনে বিক্ষোভ

editorbd
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৪
আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনার কার্যালয়ের সামনে বিক্ষোভ

সাউথ এশিয়া ডেস্ক:

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন ও চিন্ময় দাসকে গ্রেফতারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে হিন্দু সংঘর্ষ সমিতি। তারা কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এতে পুরো এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী।

বিক্ষোভকারীদের পক্ষে সমীর দাস দাবি করেছেন, বাংলাদেশে হিন্দুরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন। তাছাড়া, বিনা কারণে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের সনাতনী ধর্ম গুরু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এটা কোনও ভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির জন্য বর্তমান বাংলাদেশ সরকার দায়ী।

ভারতীয় সংবাদমাধ্যম নর্থইস্ট লাইভ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ বাহিনী ও টিএসআর। স্থানীয় কর্তৃপক্ষ, ডিজিপি অনুরাগ ঢাঙ্কার ও পশ্চিম ত্রিপুরার এসপি ড. কিরণ কুমার তদন্ত কাজ তদারকি করতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। দীর্ঘ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিক্ষোভকারীদের দাবি, অতিসত্বর চিন্ময় দাসকে মুক্তি দিতে হবে ও বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের দাবি পূরণ না হলে সামনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।