ইন্টারন্যাশনাল ডেস্ক:
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ ইউক্রেনের জন্য ৬৮ কোটি ৫ লাখ মার্কিন ডলার মূল্যের নতুন সামরিক সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) কিয়েভে পৌঁছে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ইউক্রেনের সবচেয়ে বড় ইউরোপীয় সমর্থক হিসেবে বার্লিন তার অবস্থান বজায় রাখবে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শলৎজ লিখেছেন, জার্মানি ইউরোপে ইউক্রেনের সবচেয়ে শক্তিশালী সমর্থক হিসেবে থাকবে। জেলেনস্কির কাছে তিনি এই মাসের মধ্যেই নতুন সামরিক সরঞ্জাম সরবরাহের প্রতিশ্রুতি দেবেন।
২০২২ সালে রুশ আগ্রাসন শুরুর প্রথম দিকের পর এবারই প্রথম কিয়েভ সফর করলেন শলৎজ। এই সফর এমন এক সময়ে হলো, যখন নিজের ক্ষ্মতাসীন জোট ভেঙে গেছে ও ফেব্রুয়ারিতে হাড্ডাহাড্ডি নির্বাচনী লড়াইয়ে নামার সম্ভাবনা রয়েছে।
ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশে রাজনৈতিক অস্থিরতা ও রুশ সেনাদের দ্রুত অগ্রগতি ইউক্রেনের উদ্বেগ বাড়িয়ে চলেছে। পাশাপাশি ট্রাম্প মার্কিন সহায়তা কমিয়ে দিলে ইউক্রেনের জন্য ইউরোপীয় মিত্ররা ঠিক কতটা সহায়তা ধরে রাখতে পারবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।